আলিপুরদুয়ার: ভুটান যাওয়ার পথে আপনার ডেস্টিনেশন হোক ছোট পাহাড়ি গ্রাম গেরিগাঁও। ভুটান পাহাড়ের গাঁ ঘেঁষে রয়েছে এই স্থানটি। জয়গাঁ ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের মন অনেকদিন আগেই জয় করে নিয়েছে এই গেরিগাঁও গ্রামটি। ঘুরতে এলেই এখানে মিলবে গ্রামের মহিলা,পুরুষদের হাতে তৈরি মোমো,চাউমিন,চা,কফির। যার অনবদ্য স্বাদ আপনার মন করে তুলবে ফুরফুরে।
জয়গাঁর এই ভিউ পয়েন্টটির সৌন্দর্য্য মন কেড়ে নেয় পর্যটকদের।ভুটান যাওয়ার পথে পর্যটকেরা আসেন এখানে। গেরিগাঁও এলাকায় বর্তমানে বিকেল হলে উপচে পরে পর্যটকদের ভীড়। গেরিগাঁও ভিউ পয়েন্টে দাঁড়ালে দেখা যায় একসঙ্গে ভারত-ভুটান পাহাড় ও তোর্ষার বয়ে চলার দৃশ্যটি।
আরও পড়ুন – Cyclone Alert: সাইক্লোনের নতুন আতঙ্ক, টার্গেট কি ওড়িশা উপকূল, বঙ্গোপসাগরে ফের কোন অশনির আশঙ্কা
পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানান, “প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর জয়গাঁর এই এলাকা। অনেক পর্যটক এসে ভুটান ঘুরে চলে যান,আমরা পর্যটন ব্যবসায়ীরা জয়গাঁর এই এলাকা সহ অন্যান্য এলাকায় পর্যটকদের ঘুরে দেখানোর ব্যবস্থা আগামীতেও করব।”
জয়গাঁর গেরিগাঁও এলাকার অপরূপ দৃশ্য পর্যটকদের বারবার নিয়ে আসে এই এলাকায়।পর্যটন ব্যবসায়ীদের দাবি,দূরের পর্যটকরা এখানে একবার এলে,ফের আসবেন এই এলাকায়।
Ananya Dey