দক্ষিণবঙ্গ IMD Cyclone Alert: তুফান! আবহাওয়ার ভয়ঙ্কর ভোলবদল, উত্তাল সমুদ্র… চারদিক কাঁপিয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, কালীপুজোর আগেই ‘বিরাট’ বদল? সাবধান! Gallery October 18, 2024 Bangla Digital Desk ভারতের মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রবিবার ২০অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে। এই ঘূর্ণাবর্ত মঙ্গলবার ২২ অক্টোবর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর এটি আরও শক্তিশালী হয়ে ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ভারতের মৌসম ভবন বঙ্গোপসাগরে সাইক্লোজেনেসিস তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানালেও ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও কোনও সংকেত দেয়নি। যদিও ইউরোপের ও আমেরিকার বিভিন্ন মডেল জানাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরাল হচ্ছে। এরপর ভারতের মৌসম ভবন আর না এগোলেও ইউরোপ ও আমেরিকার মডেলগুলি জানাচ্ছে ২৪ থেকে ২৬ এ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড় ওড়িশা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে কোথাও ল্যান্ডফল করতে পারে। এই মডেলগুলির মতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ৭০ থেকে ৮০ শতাংশ চান্স রয়েছে। ওড়িশায় ল্যান্ডফল হলে এর শক্তি অনেকটা বেশি থাকবে। যদিও বাংলাদেশের উপকূলে ল্যান্ডফল হলে এর গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২২ ও ২৩ অক্টোবর মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকবে। এই সিস্টেমের প্রভাবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টির দাপট। ২৩ও ২৪ অক্টোবর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে। এই দু-দিন দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।