পাঁচমিশালি General knowledge local train: ট্রেনে তো অনেক চড়েছেন, কিন্তু অনেকেই বলতে পারবেন না লোকাল ট্রেনে ক’টি চাকা থাকে Gallery October 18, 2024 Bangla Digital Desk লোকাল ট্রেন মহানগরের লাইফলাইন। কম সময়ে কম খরচে দ্রুত শহর এবং শহরতলীর মধ্যে যাতায়াতের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম লোকাল ট্রেন। লোকাল ট্রেনে অনেকেই নিয়মিত যাতায়াত করেন। কিন্তু জানেন কি লোকাল ট্রেনে কতগুলি চাকা থাকে? বর্তমানে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন থেকেই রাজ্যের অধিকাংশ লোকাল ট্রেন চলাচল করে। একটা সময়ে সব লোকাল ট্রেন ৯ কোচের হলেও বর্তমানে অধিকাংশ লোকাল ট্রেনই ১২ কোচের। কিছু কিছু লোকাল ট্রেন এখনও ৯ কোচের রয়েছে বটে। লোকাল ট্রেনের প্রতিটি কোচে থাকে ৮টি করে চাকা। এবার ৯ কোচের লোকাল ট্রেনের মোচ চাকার সংখ্যা ৭২টি। ১২ কোচের লোকালে চাকা থাকে ৯৬টি। ট্রেনেই ইঞ্জিন যদি আলাদা থাকে তা হলে সেই ইঞ্জিনেও ৮টি করেই চাকা থাকে।