তেল আভিভ: ইরান ইজরায়েল যুদ্ধ ক্রমশ আরও বেশি জটিল হয়ে উঠছে৷ কয়েকদিন আগেই ইজরায়েলি হামলায় মৃত্যু ঘটেছে ইয়াহিয়া সিনওয়ারের৷ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বার্তা দিয়েছিলেন গাজ়ায় যুদ্ধ এখনও শেষ হয়নি৷
ইরানও বার-বার আয়রন ডোমকে রীতিমতো চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে৷ এরই মধ্যে ইজরায়েলের তরফে এল ভয়ঙ্কর অভিযোগ৷ জানা গিয়েছে ইরানের ‘বন্ধু শক্তি’ হিজবুল্লা নেতানিয়াহুর বাড়ি লক্ষ করে হামলা করেছে৷ এই হামলার লক্ষবস্তু ছিল স্বয়ং নেতানিয়াহু ও তাঁর স্ত্রী৷ যদিও তাঁরা কেউই সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না৷ ফলে দুজনেই সুস্থ আছেন৷
The attempt by Iran’s proxy Hezbollah to assassinate me and my wife today was a grave mistake.
This will not deter me or the State of Israel from continuing our just war against our enemies in order to secure our future.
I say to Iran and its proxies in its axis of evil:…
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) October 19, 2024
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, বিয়ের আনন্দ মূহুর্তে বদলে গেল শোকে..
১৯ অক্টোবর, তাঁর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলাটি ঘটে৷ এই ঘটনা নিজেই নেতানিয়াহু তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন৷ এই ঘটনায় তিনি হিজবুল্লা ও ইরানকে কড়া হুমকি দিয়েছেন৷ তাঁরা ও তাঁর স্ত্রী উপর হামলার ঘটনায় ইরান ও হিজবুল্লাকে ভয়ঙ্কর মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারী দেন৷
The Iranian proxies who attempted to assassinate Prime Minister Netanyahu and his family today have once again exposed Iran’s true face and the evil axis it leads.
I fully support the Prime Minister’s statement and emphasize: Israel will continue to strike terrorists and their…
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) October 19, 2024
ইজরায়েলের প্রধানমন্ত্রীকে সমর্থন করে পররাষ্ট্রমন্ত্রী কাটজ লেখেন, ‘‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়৷ এতে ইরানের আসল চেহারা পুরো বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গিয়েছে৷’’
মধ্য-প্রাচ্যে যুদ্ধ এমনিতেই বিশ্বের শান্তিপ্রীয় মানুষের জন্য সংকটের হয়ে উঠছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রও সরাসরি ইজরায়েলকে সাহায্য করছে৷ এরই মধ্যে এই ঘটনা সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলবেই৷