পাঁচমিশালি GK: বলুন তো, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? নামটা শুনেই গর্ব হবে, কিন্তু জানেন না বেশিরভাগই! চমকে দেবে স্টেশনের নামটি Gallery October 20, 2024 Bangla Digital Desk ভারতের রেল স্টেশন নিয়ে কত যে গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার ইয়ত্তা নেই। দেশের রেলের রেকর্ডে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম সম্পন্ন স্টেশন কোনটি, তার নাম শুনলে পশ্চিমবঙ্গ বসবাসকারী যে কারও গর্ব হওয়াটাই স্বাভাবিক। ভারতের অন্যতম যোগাযোগ ব্যবস্থা দাঁড়িয়ে আছে রেল পরিষেবার উপর। ফলে স্টেশনের অভাব নেই। একটি স্টেশনে কটা প্ল্যাটফর্ম রয়েছে তাও একটি লক্ষণীয় বিষয়। ভারতে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটি কিন্তু রয়েছে এই পশ্চিমবঙ্গেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ বিষয়ে ২ নম্বর নামটাও এই রাজ্যেরই। এটা অবশ্যই এ বাংলার বাসিন্দাদের জন্য গর্বের। আর প্রথম নাম থাকা সেই স্টেশনটি হল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে রয়েছে ২৩টি প্ল্যাটফর্ম। ভারতে এতগুলো প্ল্যাটফর্ম থাকা রেলস্টেশন আর নেই। হাওড়ার প্রথমদিকের সংখ্যার প্ল্যাটফর্মগুলি পূর্ব রেলের অন্তর্গত। আর পরের দিকের নম্বরের প্ল্যাটফর্মগুলি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত। সব মিলিয়ে হাওড়ার ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটতে শুরু করলে এখন ২৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে রীতিমত সময় লাগে। ভারতের দ্বিতীয় বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটিও এই বাংলাতেই। সেই স্টেশনের নাম শিয়ালদহ স্টেশন। সেখানে রয়েছে ২১টি প্ল্যাটফর্ম। হাওড়ার চেয়ে ২টি কম। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এই স্টেশনে রয়েছে ১৮টি প্ল্যাটফর্ম। চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখানে রয়েছে ১৭টি প্ল্যাটফর্ম। পঞ্চম স্থানে নতুন দিল্লি রেল স্টেশন। যেখানে রয়েছে ১৬টি প্ল্যাটফর্ম। ১২টি প্ল্যাটফর্ম নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ রেল স্টেশন। তবে সপ্তম স্থানটি ফের বাংলার ঝুলিতে এসে পড়েছে। খড়গপুর জংশন রেলস্টেশনেও প্রয়াগরাজের মতোই রয়েছে ১২টি প্ল্যাটফর্ম।