খেলা WTC Points Table Latest Update: ভারতের WTC Final-এ ওঠার অঙ্ক হল খুব কঠিন! নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে হবে স্বপ্নভঙ্গ! রইল হিসেব Gallery October 20, 2024 Bangla Digital Desk রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্টে নিউজিল্যান্ড ভারতকে আট উইকেটে পরাজিত করেছে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। একইসঙ্গে ৩৬ বছর পর ভারতের মাটিতে ভারতকে টেস্ট হারাল কিউইরা। (Photo Courtesy- AP) শনিবার ৪৬২ রানে ভারতীয় দল অলআউট হওয়ার পর নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১০৭ রান। উইল ইয়ং ৪৪ ও রাচিন রবীন্দ্র ৩৯ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে সহজ জয় পায় নিউজিল্যান্ড। (Photo Courtesy- AP) এই হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়ানোর লড়াই ভারতের। বাকি দুই ম্যাচ এখন ডু অর ডাই রোহিত শর্মার দলের কাছে। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার লড়াইতেও চাপ বাড়ল ভারতের উপর। (Photo Courtesy- AP) ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে ত স্থান ধরে রেখেছে ভারতীয় দল। বর্তমানে ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্রয়ের সৌজন্যে ৬৮.০৬ শতাংশ জয় নিয়ে ১ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। (Photo Courtesy- AP) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মরশুমে এখনও ৭টি ম্যাচ রয়েছে ভারতীয় দলের। কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে এক নম্বর স্থানে থাকলেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। (Photo Courtesy- AP) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট একশো শতাংশ পাকা করতে হলে এখন কী অঙ্ক ভারতের সামনে? তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মনে। অঙ্কের হিসেব জানলে কিন্তু চিন্তা আরও বাড়বে ভারতীয় ফ্যানেদের। (Photo Courtesy- AP) টিম ইন্ডিয়ার এখনও সাতটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি ও অস্ট্রেলিয়া সফরে ৫টি। তারমধ্যে ৫টি জিতলে ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে ভারতীয় দলের। এই অঙ্কই বলে দিচ্ছে ভারতের লড়াই কতটা কঠিন হল। (Photo Courtesy- AP)