Tag Archives: World Test Championship

IND vs ENG: বড় সুখবর পেল টিম ইন্ডিয়া, ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানো হল স্বার্থক, সামনে আরও বড় টার্গেট

ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে।
ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে।
ধরমশালা টেস্টের আগেই সিরিজ জেতা হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু শেষ টেস্টে জয় দরকার টিম ইন্ডিয়ার। কারণ চতুর্থ টেস্ট জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে শীর্ষস্থা দখল করেছিল ভারত। কিন্তু শেষ টেস্ট না জিতলে তা খোয়াতে হত।
ধরমশালা টেস্টের আগেই সিরিজ জেতা হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু শেষ টেস্টে জয় দরকার টিম ইন্ডিয়ার। কারণ চতুর্থ টেস্ট জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে শীর্ষস্থা দখল করেছিল ভারত। কিন্তু শেষ টেস্ট না জিতলে তা খোয়াতে হত।
এরপর আগামী কয়েক মাস আর কোনও টেস্ট ম্যাচ খেলবে না ভারতীয় দল। সামনে রয়েছে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ। ধরমশালায় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে জায়গা কিছুটা পাকা হল টিম ইন্ডিয়ার।
এরপর আগামী কয়েক মাস আর কোনও টেস্ট ম্যাচ খেলবে না ভারতীয় দল। সামনে রয়েছে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ। ধরমশালায় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে জায়গা কিছুটা পাকা হল টিম ইন্ডিয়ার।
এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলে ৯টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৬টি জয়, ২টি হার, ১টি ড্র করেছে ভারতীয় দল। ৬৮.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল।
এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলে ৯টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৬টি জয়, ২টি হার, ১টি ড্র করেছে ভারতীয় দল। ৬৮.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল।
নিউজিল্যান্ড পাঁচটি টেস্ট খেলে ৩টি জয়, ২টি হার, ৬০ শতাংশ জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ১১টি টেস্ট খেলে ৭ জয়, ৩ হার, ১ ড্র, দয়ে পেয়েছে ৫৯.০৯ শতাংশ ম্যাচে। অজিরা রয়েছে তৃতীয় স্থানে।
নিউজিল্যান্ড পাঁচটি টেস্ট খেলে ৩টি জয়, ২টি হার, ৬০ শতাংশ জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ১১টি টেস্ট খেলে ৭ জয়, ৩ হার, ১ ড্র, দয়ে পেয়েছে ৫৯.০৯ শতাংশ ম্যাচে। অজিরা রয়েছে তৃতীয় স্থানে।
প্রসঙ্গত, বিগত দুটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল খেললেও জয় পায়নি ভারতীয় দল। এবার টানা তৃতীয় ফাইাল খেলা ও প্রথম ট্রফি জেতাই টার্গেট রোহিত শর্মার দলের। তবে তার আগে সামনে রয়েছে কঠিন পরীক্ষা। চলতি বছরের শেষে রয়েছে অস্ট্রেলিয়া সফর।
প্রসঙ্গত, বিগত দুটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল খেললেও জয় পায়নি ভারতীয় দল। এবার টানা তৃতীয় ফাইাল খেলা ও প্রথম ট্রফি জেতাই টার্গেট রোহিত শর্মার দলের। তবে তার আগে সামনে রয়েছে কঠিন পরীক্ষা। চলতি বছরের শেষে রয়েছে অস্ট্রেলিয়া সফর।

Rohit Sharma: ধরমশালায় হিটম্যান রোহিতের আরও এক ‘সুপার-হিট’ রেকর্ড, যা নেই কোনও ভারতীয়র

ধরমশালায় পঞ্চম টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দিনের শেষে ভারত ১ উইকেটে ১৩৫। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
ধরমশালায় পঞ্চম টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দিনের শেষে ভারত ১ উইকেটে ১৩৫। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
এদিন ব্যাট হাতে রোহিত শর্মাকে চেনা ছন্দে পাওয়া যায়। দিনের শেষে ৫২ রানে অপরাজিত রয়েছেন তিনি। ২টি ছয় ও ৬টি চার মেরেছেন তিনি। এই ইনিংসের সৌজন্য রেকর্ডও গড়েছেন হিটম্যান।
এদিন ব্যাট হাতে রোহিত শর্মাকে চেনা ছন্দে পাওয়া যায়। দিনের শেষে ৫২ রানে অপরাজিত রয়েছেন তিনি। ২টি ছয় ও ৬টি চার মেরেছেন তিনি। এই ইনিংসের সৌজন্য রেকর্ডও গড়েছেন হিটম্যান।
নিজের ৫২ রানের ইনিংসে মারা ২টি ছয়ের সৌজন্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড নিজের নামে করেছেন রোহিত শর্মা। বর্তমানে রোহিত শর্মার ছয়ের সংখ্যা দাঁডাল ৫১।
নিজের ৫২ রানের ইনিংসে মারা ২টি ছয়ের সৌজন্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড নিজের নামে করেছেন রোহিত শর্মা। বর্তমানে রোহিত শর্মার ছয়ের সংখ্যা দাঁডাল ৫১।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ছয় মারার নিরিখে রোহিত শর্মার সামনে শুধুই রয়েছেন বেন স্টোকস। এখনও পর্যন্ত আইসিসির এই ইভেন্টে ৭৮টি ছয় মেরেছে ইংরেজ অধিনায়ক।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ছয় মারার নিরিখে রোহিত শর্মার সামনে শুধুই রয়েছেন বেন স্টোকস। এখনও পর্যন্ত আইসিসির এই ইভেন্টে ৭৮টি ছয় মেরেছে ইংরেজ অধিনায়ক।
প্রসঙ্গত, ধরমষালা টেস্টের প্রথম দিনে প্রথমে ৫টি উইকেট নেন কুলদীপ ও ৪টি উইকেট নেন অশ্বিন। এরপর যশস্বী জয়স ওয়াল ৫৭ রান করেন ব্যাট করতে নেমে। দিনের শেষে রোহিত ৫২ ও গিল ২৬ রানে অপরাজিত।
প্রসঙ্গত, ধরমষালা টেস্টের প্রথম দিনে প্রথমে ৫টি উইকেট নেন কুলদীপ ও ৪টি উইকেট নেন অশ্বিন। এরপর যশস্বী জয়স ওয়াল ৫৭ রান করেন ব্যাট করতে নেমে। দিনের শেষে রোহিত ৫২ ও গিল ২৬ রানে অপরাজিত।

India vs England 5th Test: ধরমশালায় পঞ্চম টেস্টের আগে বড় সুখবর পেল টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইতিমধ্য়েই জয় পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইতিমধ্য়েই জয় পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ।
ধরমশালায়া সিরিজ ৪-১ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে পঞ্চম টেস্ট খেলতে নামার আগেই বড় সুখবর পেল রোহিত শর্মারা। যা গোটা ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও অনেকটা বাড়িয়ে দেবে।
ধরমশালায়া সিরিজ ৪-১ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে পঞ্চম টেস্ট খেলতে নামার আগেই বড় সুখবর পেল রোহিত শর্মারা। যা গোটা ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও অনেকটা বাড়িয়ে দেবে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে ১৭২ রানের বড় ব্যবধানে হারাতেই সিংহাসন দখল করল ভারত। দুইয়ে নেমে এল কিউইরা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে ১৭২ রানের বড় ব্যবধানে হারাতেই সিংহাসন দখল করল ভারত। দুইয়ে নেমে এল কিউইরা।
বর্তমানে ৬৪.৫৮ শতাংশ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে ভারতীয় দল। ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ৫৯.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
বর্তমানে ৬৪.৫৮ শতাংশ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে ভারতীয় দল। ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ৫৯.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে এক নম্বর জায়গা ধরে রাখতে হলে। সিরিজ ৪-১ করতে পারলে শীর্ষে ভারতের জায়গা আরও কিছুটা পোক্ত হবে।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে এক নম্বর জায়গা ধরে রাখতে হলে। সিরিজ ৪-১ করতে পারলে শীর্ষে ভারতের জায়গা আরও কিছুটা পোক্ত হবে।

IND vs ENG: ইংল্যান্ডকে রাজকোটে হারিয়ে বড় পুরস্কার পেল টিম ইন্ডিয়া, এবার কি হবে স্বপ্নপূরণ

রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে ৪৩৪ রানের বিশাল জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের সৌজন্যে ৫ ম্যাচের সিরিজে ২-১ লিড নিল ভারত। রাজকোট টেস্ট জয়ের সঙ্গে বড় পুরস্কার পেল রোহিত ব্রিগেড।
রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে ৪৩৪ রানের বিশাল জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের সৌজন্যে ৫ ম্যাচের সিরিজে ২-১ লিড নিল ভারত। রাজকোট টেস্ট জয়ের সঙ্গে বড় পুরস্কার পেল রোহিত ব্রিগেড।
ভারতেতের বড় জয়ে বড় পরিবর্তন এসেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। এতদিন তৃতীয় স্থানে ছিল ভারতীয় দল। পরপর দুটি টেস্ট জিতে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া।
ভারতেতের বড় জয়ে বড় পরিবর্তন এসেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। এতদিন তৃতীয় স্থানে ছিল ভারতীয় দল। পরপর দুটি টেস্ট জিতে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রার শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় আধিপত্য দেখাতে পারেনি ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে হার। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে ফের প্রথন দুইয়ে উঠে এল ভারত।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রার শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় আধিপত্য দেখাতে পারেনি ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে হার। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে ফের প্রথন দুইয়ে উঠে এল ভারত।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী জয়ের মোট ম্যাচে জয়ের শতাংশের বিচারে পয়েন্ট টেবিলে থাকা প্রথম দুই দল ফাইনালে খেলে। ভারত গত ২ বার ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি। তৃতীয়বারে ফাইনাল খেলতে হলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে টিম ইন্ডিয়াকে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী জয়ের মোট ম্যাচে জয়ের শতাংশের বিচারে পয়েন্ট টেবিলে থাকা প্রথম দুই দল ফাইনালে খেলে। ভারত গত ২ বার ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি। তৃতীয়বারে ফাইনাল খেলতে হলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে টিম ইন্ডিয়াকে।
বর্তমানে ৭৫ শতাংশ ম্যাচ জিতে শীর্ষে নিউজিল্যান্ড। ভারতের জয়ের শতাংশ ৫৯.৫২। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে মোট সাতটি টেস্ট খেলেছে ভার‍ত। তার মধ্যে জিতেছে চারটিতে। তৃতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জয়ের শতাংশ ৫৫। ৫০ শতাংশ ম্যাচ জিতে বাংলাদেশ দল বর্তমানে চতুর্থ স্থানে অবস্থানে করছে। যেখানে পাকিস্তান দল রয়েছে পঞ্চম স্থানে, যারা ম্যাচের ৩৬.৬৬ শতাংশ।
বর্তমানে ৭৫ শতাংশ ম্যাচ জিতে শীর্ষে নিউজিল্যান্ড। ভারতের জয়ের শতাংশ ৫৯.৫২। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে মোট সাতটি টেস্ট খেলেছে ভার‍ত। তার মধ্যে জিতেছে চারটিতে। তৃতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জয়ের শতাংশ ৫৫। ৫০ শতাংশ ম্যাচ জিতে বাংলাদেশ দল বর্তমানে চতুর্থ স্থানে অবস্থানে করছে। যেখানে পাকিস্তান দল রয়েছে পঞ্চম স্থানে, যারা ম্যাচের ৩৬.৬৬ শতাংশ।

WTC Final 2023: আইপিএল হল কাল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিশাল ধাক্কা ভারতের

মুম্বই: আগামি ৭ জন থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত ম্যাচ। মেগা ফাইনালে এবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। কিন্তু মেগা ফাইনালের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান তারকা ব্যাটারকে পাবেন না অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে চোট পাওয়ার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। আইপিএলেও আর খেলবেন না তিনি।

গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান কেএল রাহুল। জোরে দৌড়ে বল চেজ করতে গিয়ে চোটের কবলে পড়েন তিনি। যন্ত্রণায় দেখা যায় রাহুলকে। মাঠ ছাডেন তিনি। চোটের কারণে শুরুতে ব্যাটও করতে নামেননি কেএল রাহুল। শেষ উইকেটে নামলেও ম্যাচ তখন লখনউয়ের হাত থেকে বেরিয়ে গিয়েছে। তারউপর দৌড়ানোর ক্ষমতা ছিল না এলএসজি অধিনায়কের। ম্যাচটা হেরে যায় লখনউ। বর্তমানে মুম্বইতে রয়েছেন কেএল রাহুল চোটের চিকিৎসার জন্য।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে নিজের ছিটকে যাওয়ার কথা জানান কেএল রাহুল। পোস্টে লেখেন,”আমি খুব হতাশ। আগামী মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না। ভারতের জার্সিতে আবার খেলার জন্য যা যা করতে হবে করব। আমার এখন একটাই লক্ষ্য ভারতের জার্সিতে দ্রুত মাঠে নামা।” ভারতীয় তারকা ব্যাটারের যে ফের অ স্ত্রপচার করতে হবে ও তারপর রিহ্যাব সেই কথাও জানিয়েছেন রাহুল। গত বছরও চোটের কবলে পড়েছিলেন। সেই চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফেরেন। কিন্তু এবার ফের চোটের কবলে। এমনিতেই ফর্ম খুব একটা সাথ দিচ্ছে না, তার উপর চোট, ফলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কেএল রাহুলের।

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul? (@klrahul)

আরও পড়ুনঃ IPL 2023: ‘কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জেতেনি…’, সানরাইজার্স কোচের হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ!

আরও পড়ুন: IPL Points Table: প্লে অফে যাবে কেকেআর! হায়দরাবাদ ম্যাচের পর টানটান লড়াই আইপিএল লিগ টেবিলে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। স্ট্যান্ডবাই: সরফরাজ খান, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার।

Ajinkya Rahane : রাহানের জবাব দেওয়ার মঞ্চ দিল ভারত, ক্যাঙ্গারু বধে তৈরি উনাদকাটও

মুম্বই: আইপিএলে ছন্দে থাকার পুরস্কার পেলেন অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দলে জায়গা পেলেন তিনি। মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৫ জনের দলে দীর্ঘদিন বাদে কাম ব্যাক করেছেন রাহানে। আসলে শ্রেয়স চোট পাওয়ার পর তার জায়গায় রাহানে ফিরবেন এমন একটা সম্ভাবনা ছিল। কোচ রাহুল দ্রাবিড় তাকে ফিরিয়ে নেওয়ার পক্ষে ছিলেন। সেটাই হল শেষ পর্যন্ত।

এছাড়াও জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ভরত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ওভালে আগামী ৭ থেকে ১১ই জুন এই টেস্ট খেলবে ভারত। এটা টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ বলা যায়। এর আগে ফাইনালে উঠলেও বিরাট কোহলির নেতৃত্বে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার দেখার রোহিত শর্মার নেতৃত্বে ভারত কতটা পারফর্ম করে।

ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে গিল। কে এল রাহুল যথারীতি আছেন। বাদ পড়েছেন ঈশান কিষান। অলরাউন্ডার শারদুল ঠাকুর জায়গা পেয়েছেন দলে। বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট ফিরে এসেছেন। ফাস্ট বোলার হিসেবে সিরাজ, শামি, উমেশ আছেন। স্পিনার হিসেবে অক্ষর, রবীন্দ্র জাদেজা, অশ্বিন আছেন। অর্থাৎ যতটা সম্ভব ব্যালেন্স দল তৈরি করেছে ভারত।

দু’বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভুল হয়েছিল সেটা আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করতে চায় না টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ভারতের ঘরে নেই আইসিসি ট্রফি। এবার সেই অপেক্ষা শেষ করতে চায় টিম ইন্ডিয়া। আইপিএল শেষ হলেই মাত্র কয়েকদিনের ব্যবধানে শুরু হয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার জন্য মানসিকভাবে প্রস্তুত সকলে।

কোচ রাহুল দ্রাবিড় আগে থেকেই বলে দিয়েছিলেন আইপিএলের মাঝেই যারা দলে সুযোগ পাবেন তাদের লাল বলের ক্রিকেট খেলে নিজেদের প্রস্তুতি সেরে রাখতে হবে। তবে রাহানে চার নম্বরে সুযোগ পাবেন সেটা একপ্রকার নিশ্চিত বলা যায়। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে পুনর্জন্ম হয়েছে তার। তার আগে রঞ্জি ট্রফিতেও দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।

WTC Final: চাদর, বালিশ নিয়ে ক্রিজে Kane Williamson, ভক্তরা ডাকলেন সোনু সুদকে

#সাউদাম্পটন: ১৭৭ বল খেলে ৪৯। বুঝতেই পারছেন, কেন উইলিয়ামসন চাদর, বালিশ নিয়েই ক্রিজে নেমেছিলেন। কিছুতেই উইকেট ছুঁড়ে দিয়ে আসবেন না। উইকেটে যেন গেঁড়ে বসেছিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক। এমনিতেই একটানা বৃশ্টিতে টেস্ট বিশ্বকাপ ফাইনাল কার্যত বিরক্তির পর্যায় পৌঁছে গিয়েছিল। তার উপর কেন উইলিয়ামসনের বোরিং ব্যাটিং যেন দর্শকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। এমনিতে টি-২০-র যুগে টেস্টের দর্শক সংখ্যা কমছে. তার উপর কেন উইলিয়ামসনের এমন স্লো ব্যাটিং টেস্ট ক্রিকেটকে যেন আরও পরীক্ষার মধ্যে ফেলছিল। তার উপর ভারতীয় সমর্থকদের চিন্তা। কেন বিশ্বমানের ব্যাটসম্যান। তিনি একবার উইকেটে দাঁড়িয়ে গেলে আর রক্ষে নেই। তাই শেষমেশ আর কোনও পথ না দেখে ভক্তরা ডাক দিলেন সোনু সুদকে। বলিউড অভিনেতা এখন সবার কাছেই মুশকিল আসান

সোনুর কাছে সাহায্যের আবেদন করে হতাশ হয়েছেন এমন কেউ বোধ হয় ভূ-ভারতে নেই। করোনা লকডাউন পর্বে দুঃস্থ, দরিদ্র মানুষদের মসিহা হয়েছিলেন সোনু। দেশের সাধারণ মানুষের কাছে তিনি সুপারম্যান। অবশ্য অতিমানবিক কাজই করেছেন এই বলিউড অভিনেতা। কখনও করোনা আক্রান্তকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। কখনও ভিন রাজ্যে থাকা মজদুরদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন। কখনও কাজ হারানো মানুষের বাড়িতে রেশন পৌঁছে দিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন বিনা কোনও স্বার্থে। কী করেননি তিনি এই কয়েক মাসে! তাঁর হাতে অলৌকিক কোনও ক্ষমতা রয়েছে। এমনটা ভাবা হয়তো আর ভুল হবে না। সোনু সুদ সত্যিই দেশের মানুষের কাছে এখন দেবতূল্য একজন। মানুষ হয়েও যে অতিমানবের মতো কাজ করা যায় তা দেখিয়ে দিয়েছেন তিনি।

ম্যাচের পঞ্চম দিনে ভারতীয় বোলাররা দুরন্ত পারফর্ম করেছেন। তবুও দিনের প্রথম এক ঘণ্টায় কিউয়িরা কোনও উইেট হারায়নি। শেষ পর্যন্ত শামি ও ইশান্ত মিলে নিউ জিল্যান্ড ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। একদিকে উইকেট পড়ছিল নিয়মিত। আরেকদিকে উইকেট কামড়ে পড়ে ছিলেন কেন উইলিয়ামসন। ভারতীয় পেসারদের অবলীলায় খেলে দিচ্ছিলেন তিনি। সেই সময় এক ভারতীয় সমর্থক হতাশ হয়ে সোনু সুদকে ডাকেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সোনুকে ট্যাগ করে। দাবি করেন, সোনু সুদ যেন কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে পাঠানোর ব্যবস্থা করে দেন। সোনু পাল্টা লেখেন, ভারতীয় দলে অভিজ্ঞ বোলাররাই এই কাজটা করে দেবেন। আর তাঁর মুখের কথা বাস্তবে ফলে যেতে বেশি সময়ও লাগেনি।