খেলা KKR News: বিরাট সৌভাগ্য কেকেআরের! তারকা প্লেয়ারকে পাবে নামমাত্র টাকায়! জানুন বিস্তারিত Gallery October 20, 2024 Bangla Digital Desk ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের প্রতিটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। কোন দল কাদের ধরে রাখে,আর কাদের ছেড়ে দেয় সেই দিকে নজর রয়েছে ক্রিকেট প্রেমিদের। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাদের রিটেন করবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে একজন তারকাকে নিয়ে সুখবর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। একজন তারকা প্লেয়ারকে দলে ধরে রাখতে হলে দিতে হবে নামমাত্র টাকা। আইপিএলের নিয়ম অনুযায়ী দেশের জার্সিতে কেবলমাত্র একটি ম্যাচ খেললেই ক্যাপড প্লেয়ার হিসেবে বিবেচনা করা হবে কোন খেলোয়ারকে। আর ক্যাপড প্লেয়ার হলে সেই প্লেয়ারকে ধরে রাখতে চাইলে নিলামের আগে তার দাম বেড়ে যাবে। কোন প্লেয়ার দেশের হয়ে একটি ম্যাচ খেলে ফেললে তাকে রিটেন করতে হলে কমকরে দিতে হবে ১১ কোটি টাকা। কিন্তু আনক্যাপড থাকলে মাত্প ৪ কোটি টাকাতেই সেই প্লেয়ারকে রিটেন করতে পারবে সেই ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের নিয়ম অনুযায়ী একজন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করতেই হবে প্রতিটি দলকে। কেকেআরের আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন হওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন তরুণ মিডিয়াম পেসার হর্ষিত রানা। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের সুযোগ পেয়েছিলেন হর্ষিত রানা। শেষ ম্যাচে খেলার কথাকও ছিল। কিন্তু ম্যাচের ভাইরাল সংক্রমণের কারণে জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি হর্শিত রানার। ২০২৪ সালের আইপিএলে ১৩টি ম্যাচ খেলেছেন হর্ষিত রানা। ১১টি ইনিংসে, তিনি ২০.১৫ গড়ে ১৯টি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে তার সেরা ছিল ৩/২৪। জাতীয় দলে অভিষেক না হওয়ায় তাঁকে ৪ কোটিতেই দলে নিতে পারবে নাইটরা। কেকেআর যদি তাকে রিলিজ না করে তাহলে কপাল পুড়ল হর্ষিত রানার।