উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ Express Train timetable: বদলে গেল কলকাতা থেকে উত্তরবঙ্গের বহু ট্রেনের সময়! পাহাড়ে যাওয়ার আগে জেনে নিন Gallery October 20, 2024 Bangla Digital Desk ক’দিন আগেই একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে ভারতীয় রেল। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া বা শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের একাধিক ট্রেন। প্রতীকী ছবি। বহু মানুষ কাজের প্রয়োজনে বা ঘুরতে উত্তরবঙ্গ যান। পুজো হোক বা গরমের ছুটি, উত্তরবঙ্গ সব সময়ই হট ডেস্টিনেশন। প্রতীকী ছবি। পূর্ব রেলের পরিবর্তিত সূচি অনুযায়ী সময় বদলেছে উত্তরবঙ্গের গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাজিরাঙা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস। প্রতীকী ছবি। এর মধ্যে দার্জিলিং মেল আগে শিয়ালদহে পৌঁছত ৫টা ৩০ মিনিটে। নতুন সময় সূচি অনুযায়ী দার্জিলিং মেল শিয়ালদহ পৌঁছবে ৫টা ৪০ মিনিটে। পদাতিক এক্সপ্রেস ৬টা ৪৫ মিনিটের পরিবর্তে ৬টা ৫০ মিনিটে শিয়ালদহে ঢুকবে। প্রতীকী ছবি। কাজিরাঙা এক্সপ্রেসের পুরনো সূচি অনুযায়ী কলকাতা ঢোকার কথা ছিল সকাল ১১টা ৫৫ মিনিটে। নতুন সময়ে তা হল ১২টা ৫ মিনিট। গৌড় এক্সপ্রেসের শিয়ালদহ ঢোকার সময় ছিল ৪ট ৩৫, নতুন সময় হল ৪টে ৪০। বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস এবার থেকে ৪টে ২৫-এ শিয়ালদহে ঢুকবে। প্রতীকী ছবি। বালুরঘাট-শিয়ালদহ, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেসের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে ২৫ অক্টোবর থেকে। কাজিরাঙা এক্সপ্রেসে এই সূচি কার্যকর হবে ২৯ অক্টোবর। প্রতীকী ছবি।