কলকাতা: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বঙ্গ বিজেপি-র মধ্যেই ভিন্নমত? চিকিৎসকদের আন্দোলনকে প্রথম থেকেই সমর্থনের কথা শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে৷ রবিবার তিনি এমনও বলেছেন, জুনিয়র চিকিৎসকরা চাইলেই পতাকা ছাড়া তাঁদের আন্দোলনে যোগ দেবেন বিজেপি নেতারা৷
বিরোধী দলনেতা যখন এ কথা বলছেন তখন ভিন্ন সুর দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের মুখে৷ হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট মনে করেন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনৈতিক নেতাদের নাক গলানোরই দরকার নেই৷ আরও চাঁছাছোলা ভাষায় দিলীপ ঘোষ আবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে খিচুড়ি আন্দোলন বলেই কটাক্ষ করে বসেছেন৷
আরও পড়ুন: উইল অনুযায়ী শেষ ইচ্ছে পূরণ করবেন কারা? চারজনকে গুরুদায়িত্ব দিয়েছেন রতন টাটা
রবিবার শুভেন্দু অধিকারী বলেন, ‘ডাক্তারদের সব আন্দোলন, অরাজনৈতিক৷ বিজেপির সমর্থন রয়েছে৷ তাঁরা যেদিন বলবেন বিজেপির জনপ্রতিনিধি, নেতারা পতাকা ছাড়া আন্দোলনে যেতে পারেন, আমরাও চলে যাবো৷ তাঁরা সে ডাক এখনও দেননি৷’
যদিও লকেট চট্টোপাধ্যায় আবার ভিন্নমত পোষণ করে জানান, ‘অনেকেই চিকিৎসকদের আন্দোলনের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে৷ বিভিন্ন দলের লোকজন এসে চিকিৎসকদের দাবি দাওয়াকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ আমার মনে হয়, জুনিয়র ডাক্তাররা যখন চাইছেন না, রাজনৈতিক ভাবে সেখানে না যাওয়াই ভাল৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলন জুনিয়র ডাক্তারদেরই থাকুক৷’
দিলীপ ঘোষ অবশ্য নিজস্ব ভঙ্গিতেই রাখঢাক না করে বলে দিয়েছেন, ‘এই যে আন্দোলন চলছে, কে চালাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমরাও বুঝতে পারছি না পাবলিকও বুঝতে পারছে না৷ বামপন্থীরাই পিছন থেকে চালাচ্ছে৷ আবার ওদেরই পুরনো লোক একজন চিকিৎসক গিয়ে আবার কুণালবাবুর সঙ্গে বৈঠক করছেন৷ তার মানে খিচুড়িটা কী তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে না৷ আরজি করের ঘটনা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা গৌণ হয়ে যাচ্ছে৷ সেটাই যেন আন্দোলনের মুখ্য বিষয় থাকে৷’
চিকিৎসকদের আন্দোলন নিয়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদের এ হেন মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ এই সূত্রেই ফের একবার প্রকাশ্যে চলে এল বিজেপির আদি নব্য দ্বন্দ্বও৷