লোকসংস্কৃতির উৎসব পুরুলিয়ার

Purulia News: পুরুলিয়া বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য বাড়তি পাওনা, আনন্দে মেতে উঠল পর্যটকেরা

পুরুলিয়া : লোকশিল্পে পরিপূর্ণ পুরুলিয়া জেলা। এই জেলার ঐতিহ্য টুসু, ঝুমুর, ছৌ, নাটুয়া। জেলার অর্থনীতির সঙ্গে অনেকখানি জড়িত এই জেলার লোকশিল্প‌। এই জেলায় বেড়াতে আসা পর্যটকেরা তাই সব সময় জেলার শিল্প সংস্কৃতির নিদর্শন পেতে চান। অনেক ক্ষেত্রেই সেই স্বাদ তারা উপভোগ করতে পারেন না। তাই পর্যটকদের জন্য ছিল এক দারুণ সুযোগ।

শুধু পর্যটকদের আনন্দ উপভোগ নয়, শিল্পীদেরও বাড়তি রোজগারের পথ প্রশস্ত হয়েছিল ছৌ-ঝুমুর মেলা থেকে। বিগত এই তিনদিনে পর্যটকদের ভিড় উপচে পড়েছিল এই মেলায়। জেলা জুড়ে বসেছিল শিল্পীদের চাঁদের হাট। শিল্পীদের শিল্পকলা প্রদর্শনীর পাশাপাশি মুখোশ তৈরি, বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরির প্রশিক্ষণও দেয়া হয়েছে এই মেলা থেকে। আর তাইতো পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই মেলা। পর্যটকেরা চেটেপুটে, পুরুলিয়ার শিল্প সংস্কৃতির সাদ উপভোগ করেছেন বিগত এই তিন দিনে।

আরও পড়ুন: ‘আমি আপনাদের প্রিন্সিপাল করেছি কেন?’ বৈঠক তখন মধ্যগগনে…, গলা তুললেন মমতা!

পুরুলিয়া জেলার ঐতিহ্য ছৌ, নাটুয়া , ঝুমুর সহ নানান লোকশিল্প। আর এই লোকোশিল্পকে সকলের সামনে তুলে ধরতে এই এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। দেশে-বিদেশে বিভিন্ন জায়গাতে পুরুলিয়ার লোকসংস্কৃতি যথেষ্ট সুনাম রয়েছে। তার মাঝে এই উদ্যোগের ফলে পুরুলিয়ার নাম আরও প্রশস্ত হয়েছে।

আরও পড়ুন: ১ মিনিটে ঝাঁ চকচকে হয়ে যাবে বাথরুম টাইলস…! তুক করবে চটজলদি হোম রেমেডি! এক পয়সাও লাগবে না

পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের জন্যও বাড়তি পাওনা হয়ে উঠেছিল এই লোকো সংস্কৃতির উৎসব জেলার বিভিন্ন জায়গাতে একাধিক কার্যক্রম চলে এই বিগত তিন দিনে।‌ জমজমাট হয়ে উঠেছিল গোটা জঙ্গলমহল। পর্যটকেরাও মেতে উঠেছিলেন শিল্পীদের সঙ্গে সঙ্গ দিতে।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়