মুর্শিদাবাদ: একই জাতের ধান বছরের পর বছর না লাগিয়ে, পরীক্ষাগারে উদ্ভূত নতুন জাতগুলি চাষ করার উপরে তাই জোর দিচ্ছে রাজ্য কৃষি দফতর। তবে মুর্শিদাবাদ জেলার মাটিতে এবার চাষ হচ্ছে ক্যাডবেরি প্রজাতির ধান চাষ। পাঁচ কাঠা জমিতে জাব্বার সেখ এই এই ধান চাষ করেছেন।
ক্যাডবেরি চকোলেট হলেও এই প্রজাতির ধান চাষ বেশ নজর কাড়ছে সকলের কাছে।কৃষি বিশেষজ্ঞদের বক্তব্য, একই মাটি ও জলবায়ুতে বছরের পর বছর এক জাতের চাষ করলে ফলন কমতে বাধ্য। উল্টে রোগ-পোকার আক্রমণ বাড়ে। তখন চাষিরা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন, যা মাটির স্বাস্থ্যের পক্ষে আরও ক্ষতিকর। তাই ফসলে বৈচিত্র্য না রাখতে পারলে অন্তত জাতে নতুনত্ব আনা জরুরি।
একসময় ধান চাষ ছিল বাংলার অধিকাংশ মানুষের প্রধান জীবিকা । সে সময় রাজ্যে বিভিন্ন ধরনের ধান ফলত । আজ অনেকেই দ্রুত আয়ের জন্য ধান চাষ থেকে মুখ ফিরিয়েছেন। অনেকেই অন্য পেশা বেছে নিয়েছেন। ফলে আগে যত ধরনের ধান চাষ হত আজ আর হয় না। বর্তমানে বিশেষ প্রজাতির ধান চাষ করে তাক লাগিয়েছেন রানিতলা থানা এলাকার যুবক জব্বার সেখ। জানা যায়, এই ধানের বীজ তিনি নিয়ে এসেছিল কেরালা থেকে। মাত্র এক কিলো ধানের বীজ সকলের ঘুম কেড়েছে। কারণ এই ধান দেখতে হাজার হাজার মানুষের ঢল নামছে।