উত্তরবঙ্গ, দার্জিলিং Winter just after Cyclone Dana: সাইক্লোনের ছোবল মিটলেই বাংলার দরজায় হানা শীতের, লা নিনার মায়ায় কালীপুজোর আগেই ঠান্ডার কুল এফেক্ট Gallery October 22, 2024 Bangla Digital Desk আর রইল না কোনও আশঙ্কার জল্পনা, এবার আইএমডিও জানিয়ে দিল গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনেই পরিণত হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওয়েদার সিস্টেম৷ সেখানেই ওড়িশা -পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হবে এই সাইক্লোন ডানা৷ Photo Courtesy- Windy পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সাইক্লোন ডানা, ২৪ তারিখ গভীর রাত নাগাদ থেকে এটি পুরীর উপকূল পার করে নেবে, উত্তরপশ্চিম দিকে এগোবে এবং সাগরদ্বীপের কাছ দিয়ে এটি ল্যান্ডফল করবে৷ ২৪ তারিখ গভীর রাত থেকে ২৫ তারিখ ভোরের মধ্যে এটি ল্যান্ডফল করে যাবে৷ আইএমডি এটা জানিয়ে দিয়েছে এই ঝড় সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে৷ এই ঝড়ের গতি হবে ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে৷ এই ঝড়ের গাস্টিং স্পিড হবে ১২০ কিমি প্রতি ঘণ্টা৷ Photo Courtesy- Windy দ্য ন্যাশানাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের ওয়েদার অ্যালার্ট অনুসারে ৬০% চান্স রয়েছে একটি লা নিনা হওয়ার৷ যা এল নিনোর বিপরীত৷ তবে এটি একটি দুর্বল লা নিনা হবে৷ যা শরৎ কালের শেষ থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত বিস্তৃত থাকবে৷ বৃষ্টিকে বিদায় জানিয়ে হালকা হালকা শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে শৈল শহরে। বৃষ্টির রেশ কাটলেই জাঁকিয়ে পড়বে শীত। সোমবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার , জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই ।জারি নেই কোনো সতর্কতা ফলে দুর্যোগের আশঙ্কাও নেই।চলতি মাসেই জাকিয়ে পড়তে পারে শীত। বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উত্তরের কোনো জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দুর্যোগের কোনো আশঙ্কা নেই। ইতিমধ্যেই পার্শ্ববর্তী রাজ্য সিকিমে শুরু হয়েছে তুষারপাত সেই অর্থে ইতিমধ্যেই শৈল শহর গুলিতে পারদ নামতে শুরু করেছে। হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের কিছু জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সব মিলিয়ে এবার চটজল দিয়ে উত্তরবঙ্গে আসতে চলেছে শীত।