KKR News: রাসেলের দিন শেষ! আগামী ১০ বছরের জন্য ফিনিশার পেয়ে গেল কেকেআর! করছেন একের পর এক ধামাকা

৩১ অক্টোবর শেষ সময়। তারমধ্যেই আইপিএলের প্রতিটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন লিস্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কাদের রিটেন করবে তা নিয়ে চলছে জোর জল্পনা।
৩১ অক্টোবর শেষ সময়। তারমধ্যেই আইপিএলের প্রতিটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন লিস্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কাদের রিটেন করবে তা নিয়ে চলছে জোর জল্পনা।
দীর্ঘ দিন ধরেই কেকেআর আন্দ্রে রাসেলের পর কে হবে তাদের ম্যাচ ফিনিশার, তেমন একজনকে খুঁজছিল। এবার হয়তো পাকাপাকিভাবে সেই সমস্যার সমাধান হতে চলেছে। দীর্ঘ সময়ের জন্য নতুন ফিনিশার পেয়ে গিয়েছে নাইটরা।
দীর্ঘ দিন ধরেই কেকেআর আন্দ্রে রাসেলের পর কে হবে তাদের ম্যাচ ফিনিশার, তেমন একজনকে খুঁজছিল। এবার হয়তো পাকাপাকিভাবে সেই সমস্যার সমাধান হতে চলেছে। দীর্ঘ সময়ের জন্য নতুন ফিনিশার পেয়ে গিয়েছে নাইটরা।
রাসেলের বয়স ৩৬ পেরিয়েছে। আগের মত বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমকা অনেকটাই কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠা-নামা করেছে। যা নিয়ে সমালোচনার শিকারও হয়েছে রাসেল।
রাসেলের বয়স ৩৬ পেরিয়েছে। আগের মত বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমকা অনেকটাই কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠা-নামা করেছে। যা নিয়ে সমালোচনার শিকারও হয়েছে রাসেল।
এবার রাসেলকে কেকেআর ধরে রাখার সম্ভাবনা প্রবল। তবে সূত্রের খবর, এখন থেকেই রাসেলের পরিবর্তের খোঁজও শুরু করে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। নাইট ম্যানেজমেন্ট চাইছে রাসেলের পরিবর্তেরও যেন রাসেলের মতই বিগ হিটিংয়ে দক্ষতা বা ক্ষমতা থাকে।
এবার রাসেলকে কেকেআর ধরে রাখার সম্ভাবনা প্রবল। তবে সূত্রের খবর, এখন থেকেই রাসেলের পরিবর্তের খোঁজও শুরু করে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। নাইট ম্যানেজমেন্ট চাইছে রাসেলের পরিবর্তেরও যেন রাসেলের মতই বিগ হিটিংয়ে দক্ষতা বা ক্ষমতা থাকে।
সেই ক্রিকেটার আর কেউ নয়, কেকেআরের তরুণ তারকা রিঙ্কু সিং। বিগত দুই মরশুমে কেকেআরের হয়ে একাধিক ম্যাচ ফিনিশ করেছেন তিনি। তারমধ্যে অন্যতম যশ দয়ালকে পাঁচ ছক্কা। বিগ হিটিংয়ের দক্ষতা রয়েছে রিঙ্কুর।
সেই ক্রিকেটার আর কেউ নয়, কেকেআরের তরুণ তারকা রিঙ্কু সিং। বিগত দুই মরশুমে কেকেআরের হয়ে একাধিক ম্যাচ ফিনিশ করেছেন তিনি। তারমধ্যে অন্যতম যশ দয়ালকে পাঁচ ছক্কা। বিগ হিটিংয়ের দক্ষতা রয়েছে রিঙ্কুর।
জাতীয় দলের হয়েও দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে করেছেন বিধ্বংসী হাফ সেঞ্চুরি। রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ১১০ বলে ৮৯ রান করেন রিঙ্কু। ১০টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন।
জাতীয় দলের হয়েও দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে করেছেন বিধ্বংসী হাফ সেঞ্চুরি। রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ১১০ বলে ৮৯ রান করেন রিঙ্কু। ১০টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন।
কেকেআরের রিটেনশন তালিকা প্রকাশ করার আগে নিজের পারফরম্যান্স দিয়ে রিঙ্কু সিং বারবার বুঝিয়ে দিচ্ছেন ফিনিশারের ভূমিকা নিতে তৈরি তিনি। কেকেআরের রিটেনশন তালিকায় রিঙ্কু থাকার সম্ভাবনাও প্রায় পাকা বলা যেতে পারে।
কেকেআরের রিটেনশন তালিকা প্রকাশ করার আগে নিজের পারফরম্যান্স দিয়ে রিঙ্কু সিং বারবার বুঝিয়ে দিচ্ছেন ফিনিশারের ভূমিকা নিতে তৈরি তিনি। কেকেআরের রিটেনশন তালিকায় রিঙ্কু থাকার সম্ভাবনাও প্রায় পাকা বলা যেতে পারে।