Tag Archives: Andre Russell

KKR News: রাসেলকে নিয়ে খারাপ খবর! প্লেঅফের আগে চিন্তা বাড়ল কেকেআরের? জানুন বিস্তারিত

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে জায়গা পাকা করে ফেলেছে কলকাতা নাইটরাইডার্স। শুধু প্লেঅফে জায়গা পাকা করাই নয়, প্রথম দুইয়ে থাকাও কার্যত পাকা নাইটদের।
মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে জায়গা পাকা করে ফেলেছে কলকাতা নাইটরাইডার্স। শুধু প্লেঅফে জায়গা পাকা করাই নয়, প্রথম দুইয়ে থাকাও কার্যত পাকা নাইটদের।
আইপিএলে প্লেঅফে ওঠার ভাল খবরের মধ্যেও একটি কারণে উদ্বেগ একটু হলেও বাড়তে পারে নাইট শিবিরে। কারণ প্লেঅফে আন্দ্রে রাসেলের সার্ভিস না পাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে।
আইপিএলে প্লেঅফে ওঠার ভাল খবরের মধ্যেও একটি কারণে উদ্বেগ একটু হলেও বাড়তে পারে নাইট শিবিরে। কারণ প্লেঅফে আন্দ্রে রাসেলের সার্ভিস না পাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে।
কারণ ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ দলে রয়েছেন আন্দ্রে রাসেল। যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে রয়েছে তাদের প্রস্তুতির জন্য ফেরার নির্দেশ দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ফলে রাসলকে ফিরতে হতে পারে।
কারণ ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ দলে রয়েছেন আন্দ্রে রাসেল। যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে রয়েছে তাদের প্রস্তুতির জন্য ফেরার নির্দেশ দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ফলে রাসলকে ফিরতে হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সব ক্রিকেটারকেই দেশে ফিরতে হবে ২২ মে-র মধ্যে দেশে ফিরতে বলা হয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকা ২৩ থেকে ২৬ মে-র মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সব ক্রিকেটারকেই দেশে ফিরতে হবে ২২ মে-র মধ্যে দেশে ফিরতে বলা হয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকা ২৩ থেকে ২৬ মে-র মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
এমনিতেই টি-২০ বিশ্বকাপের কারণে ফিল সল্টকে পাচ্ছে না কেকেআর। এবার রাসেলকে হারানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে কেকেআরের শক্তি অনেকটাই কমতে পারে। তবে কেকেআর কর্তৃপক্ষ দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে যদি রাসেল ও সল্টকে রাখা যায়।
এমনিতেই টি-২০ বিশ্বকাপের কারণে ফিল সল্টকে পাচ্ছে না কেকেআর। এবার রাসেলকে হারানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে কেকেআরের শক্তি অনেকটাই কমতে পারে। তবে কেকেআর কর্তৃপক্ষ দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে যদি রাসেল ও সল্টকে রাখা যায়।
তবে দুই দেশের ক্রিকেট বোর্ড রাজি না হলে শেষ পর্যন্ত রাসেল ও সল্টকে ছাড়াই প্লে অফে নামতে হতে পারে কেকেআরের। এবার আইপিএলে দলের হয়ে বড় ভূমিকা নিয়েছে সল্ট ও রাসেল। তাদের বদলি তৈরি করা অল্প সময়ে কঠিন কাজ হবে গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পন্ডিতদের জন্য।
তবে দুই দেশের ক্রিকেট বোর্ড রাজি না হলে শেষ পর্যন্ত রাসেল ও সল্টকে ছাড়াই প্লে অফে নামতে হতে পারে কেকেআরের। এবার আইপিএলে দলের হয়ে বড় ভূমিকা নিয়েছে সল্ট ও রাসেল। তাদের বদলি তৈরি করা অল্প সময়ে কঠিন কাজ হবে গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পন্ডিতদের জন্য।

KKR News: এবার বলিউডে পা রাখলেন আন্দ্রে রাসেল, নেট দুনিয়ায় ঝড় তুলল কেকেআর তারকা

কেকেআর ফ্যানেদের কাছে আন্দ্রে রাসেলের জনপ্রিয়তা কতটা তা নতুন করে বলার কিছু নেই। দীর্ঘ বছর ধরে নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে ফ্যানেদের মনোরঞ্জন করেছেন ক্যারিবিয়ান তারকা।
কেকেআর ফ্যানেদের কাছে আন্দ্রে রাসেলের জনপ্রিয়তা কতটা তা নতুন করে বলার কিছু নেই। দীর্ঘ বছর ধরে নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে ফ্যানেদের মনোরঞ্জন করেছেন ক্যারিবিয়ান তারকা।
এবার ফ্যানেদের মনোরঞ্জন করার নতুন পন্থা অবলম্বন করলেন আন্দ্রে রাসেল। বলিউডে নাম লেখালেন কেকেকআর তারকা। যার পোস্টার ইতিমধ্যেই সেশ্যাল মিডিয়ায় ঝ়় তুলে দিয়েছে।
এবার ফ্যানেদের মনোরঞ্জন করার নতুন পন্থা অবলম্বন করলেন আন্দ্রে রাসেল। বলিউডে নাম লেখালেন কেকেকআর তারকা। যার পোস্টার ইতিমধ্যেই সেশ্যাল মিডিয়ায় ঝ়় তুলে দিয়েছে।
তবে কোনও সিনেমা নয়, ক্যারিবিয়ান তারকাকে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। পলাশ মুচ্ছল এই মিউজিক ভিডিয়ো বানাচ্ছেন। যিনি আবার স্মৃতি মান্ধানার প্রেমিক।
তবে কোনও সিনেমা নয়, ক্যারিবিয়ান তারকাকে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। পলাশ মুচ্ছল এই মিউজিক ভিডিয়ো বানাচ্ছেন। যিনি আবার স্মৃতি মান্ধানার প্রেমিক।
আন্দ্রে রাসেলকে যে মিউজিক ভিডিওতে দেখা যাবে তার নাম ‘লড়কি তু কামাল কি’। একেবারে অন্যরকম লুকসে ধরা দিয়েছেন দ্রে রাস। তবে কী ভূমিকায় মিউজিচক ভিডিওতে কাজ করছেন রাসেল, তা এখনও জানা যায়।
আন্দ্রে রাসেলকে যে মিউজিক ভিডিওতে দেখা যাবে তার নাম ‘লড়কি তু কামাল কি’। একেবারে অন্যরকম লুকসে ধরা দিয়েছেন দ্রে রাস। তবে কী ভূমিকায় মিউজিচক ভিডিওতে কাজ করছেন রাসেল, তা এখনও জানা যায়।
প্রসঙ্গত, ক্যারিবিয়ান ক্রিকেটাররা বরাবরই খুব রঙিন মেজাজের হয়। ডোয়েইন ব্রাভো, ক্রিস গেইলরা তার প্রমাণ। এবার সেই তালিকাতে নাম লেখালেন আন্দ্রে রাসেল। নতুন মাঠে রাসেল কেমন খেলেন এবার সেটাই দেখার।
প্রসঙ্গত, ক্যারিবিয়ান ক্রিকেটাররা বরাবরই খুব রঙিন মেজাজের হয়। ডোয়েইন ব্রাভো, ক্রিস গেইলরা তার প্রমাণ। এবার সেই তালিকাতে নাম লেখালেন আন্দ্রে রাসেল। নতুন মাঠে রাসেল কেমন খেলেন এবার সেটাই দেখার।

KKR News: আরও বাড়ল আন্দ্রে রাসেলর ‘শক্তি’! সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন কেকেআর তারকা

আইপিএল ২০২৪-এর শুরু থেকেই যেমন ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তেমন ব্যাটে হাতে পুরোনো মেজাজে পাওয়া যাচ্ছে আন্দ্রে রাসেলকে।
আইপিএল ২০২৪-এর শুরু থেকেই যেমন ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তেমন ব্যাটে হাতে পুরোনো মেজাজে পাওয়া যাচ্ছে আন্দ্রে রাসেলকে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬৪। এবার দিল্লি বিরুদ্ধে ১৯ বলে ৪১ করলেন রাসেল।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬৪। এবার দিল্লি বিরুদ্ধে ১৯ বলে ৪১ করলেন রাসেল।
মরশুমের শুরু থেকেই কেকেআর ফ্যানেরা সাক্ষী থাকছে রাসেলের মাসেল পাওয়ারের। পুরনো রাসেলকে পেয়ে খুশি সকলেই।
মরশুমের শুরু থেকেই কেকেআর ফ্যানেরা সাক্ষী থাকছে রাসেলের মাসেল পাওয়ারের। পুরনো রাসেলকে পেয়ে খুশি সকলেই।
দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪১ রান করেন রাসেল। কেকেআরের হয়ে আইপিএল ২০০টি ছয় মারার মাইলস্টোনও ছুঁয়েছেন রাসেল।
দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪১ রান করেন রাসেল। কেকেআরের হয়ে আইপিএল ২০০টি ছয় মারার মাইলস্টোনও ছুঁয়েছেন রাসেল।
এবার সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা জানিয়ে দিলেন কে তার শক্তি বা মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
এবার সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা জানিয়ে দিলেন কে তার শক্তি বা মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
এবারের আইপিএলে নিজের মনের ও ব্যাটের জোর বাড়ানোর অনুপ্ররণার কথা বলতে গিয়ে নিজের দলের ও দেশীয় সতীর্থ সুনীল নারিনের নাম নিয়েছেন রাসেল।
এবারের আইপিএলে নিজের মনের ও ব্যাটের জোর বাড়ানোর অনুপ্ররণার কথা বলতে গিয়ে নিজের দলের ও দেশীয় সতীর্থ সুনীল নারিনের নাম নিয়েছেন রাসেল।
সিএসকে ম্যাচের আগে রাসেল জানান,নারিন যেভাবে প্রথম বল থেকে নির্ভিকভাবে মেরে খেলছে তা আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভাল ব্যাটিং করার জন্য।
সিএসকে ম্যাচের আগে রাসেল জানান,নারিন যেভাবে প্রথম বল থেকে নির্ভিকভাবে মেরে খেলছে তা আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভাল ব্যাটিং করার জন্য।
নারিনের ব্যাটিং তার মনের জোরও বাড়িয়েছে বলে জানিয়েছেন আন্দ্রে রাসেল। ফলে সিএসকে ম্যাচে রাসেলের মাসেল পাওয়ার ফের দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।
নারিনের ব্যাটিং তার মনের জোরও বাড়িয়েছে বলে জানিয়েছেন আন্দ্রে রাসেল। ফলে সিএসকে ম্যাচে রাসেলের মাসেল পাওয়ার ফের দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।

KKR News: কেকেআরের হয়ে এমন রেকর্ড গড়লেন রাসেল, যা আইপিএল ইতিহাসে খুব বেশি নেই

আইপিল ২০২৪-র শুরু থেকেই ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান বিগ হিটার আন্দ্রে রাসেল।
আইপিল ২০২৪-র শুরু থেকেই ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান বিগ হিটার আন্দ্রে রাসেল।
সানরাউজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬৪। এবার দিল্লি বিরুদ্ধে ১৯ বলে ৪১ করলেন রাসেল।
সানরাউজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬৪। এবার দিল্লি বিরুদ্ধে ১৯ বলে ৪১ করলেন রাসেল।
মরশুমের শুরু থেকেই কেকেআর ফ্যানেরা সাক্ষী থাকছে রাসেলের মাসেল পাওয়ারের। পুরনো রাসেলকে পেয়ে খুশি সকলেই।
মরশুমের শুরু থেকেই কেকেআর ফ্যানেরা সাক্ষী থাকছে রাসেলের মাসেল পাওয়ারের। পুরনো রাসেলকে পেয়ে খুশি সকলেই।
এবার দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪১ রানের ইনিংসই নয় বড় রেকর্ডও গড়লেন আন্দ্রে রাসেল। কেকেআরের হয়ে আইপিএল ২০০টি ছয় মারার মাইলস্টোন ছুঁলেন রাসেল।
এবার দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪১ রানের ইনিংসই নয় বড় রেকর্ডও গড়লেন আন্দ্রে রাসেল। কেকেআরের হয়ে আইপিএল ২০০টি ছয় মারার মাইলস্টোন ছুঁলেন রাসেল।
দিল্লি ম্যাচের আগে কেকেআরের হয়ে রাসেলের ছয়ের সংখ্যা চিল ১৯৭টি। এদিন ৪১ রানের ইনিংসে ৩টি ছয় মারেন রাসল ও নজির গড়েন।
দিল্লি ম্যাচের আগে কেকেআরের হয়ে রাসেলের ছয়ের সংখ্যা চিল ১৯৭টি। এদিন ৪১ রানের ইনিংসে ৩টি ছয় মারেন রাসল ও নজির গড়েন।
আইপিএলে একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ বা তার বেশি ছয় মারার রেকর্ড এতদিন ছিল মাত্র ৬ জন ক্রিকেটারে। সেই তালিকায় সপ্তম প্লেয়ার কেকেআরের রাসেল।
আইপিএলে একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ বা তার বেশি ছয় মারার রেকর্ড এতদিন ছিল মাত্র ৬ জন ক্রিকেটারে। সেই তালিকায় সপ্তম প্লেয়ার কেকেআরের রাসেল।

KKR vs DC: নারিন-রঘুবংশী-রাসেল-রিঙ্কুদের ব্যাটিং তাণ্ডব, দিল্লিকে ২৭৩ রানের টার্গেট দিল কেকেআর

বিশাখাপত্তনম: আরসিবি ম্যাচে কেকেআরের ব্যাটিং যেখানে শেষ হয়েছিল, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করে নাইটরা। দিল্লির বোলিং লাইনকে রীতিমত ‘গলি ক্রিকেটের’ স্তরে নামিয়ে আনে কেকেআর ব্যাটাররা। সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দিল্লিকে ২৭৩ রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স। যা কেকেআরের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর। পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একটুর জন্য রক্ষা পেল সানরাইজার্সের ২৭৭ রানের রেকর্ড।

ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। প্রথম ২ ওভার একটু শান্ত থাকলেও তৃতীয় ওভার থেকে মারকাটারি ব্যাটিং শুরু করেন কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্ট। চতুর্থ ওভারেই ৫০ রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুজন। ৬০ রানে প্রথম উইকেট পড়ে কেকেআরের। ১৮ রান করে আউট হন ফিল সল্ট।

উইকেট পড়লেও দিল্লির বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন সুনীল নারিন। আরসিবির ম্যাচের ফর্ম ধরে রাখেন দিল্লির বিরুদ্ধেও। বিধ্বংসী ইনিংস খেলে পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। অপরিদিকে, নারিনকে যোগ্য সঙ্গ দেন ২০২২ অনূর্ধ্বং ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় তরুণ আংক্রিশ রঘুবংশী। আইপিএল অভিষেকেই দুরন্ত ব্যাটিং করেন অংক্রিশ রঘুবংশী।

নারিন ও রঘুবংশী জুটি একের পর এক আক্রমণাত্মক শট খেলে ১১ ওভারেই দলের স্কোর ১৫০ পার করে দেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। আইপিল অভিষেক অর্ধশতরান করে নজর কাড়েন আংক্রিশ রঘুবংশী। ১৬৪ রানে দ্বিতীয় উইকেটে পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮৫ রান করে আউট হন নারিন। যা তার আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ রান। জুটি ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকেননি রঘুবংশীও। ২৭ বলে ৫৪ করে দলের ১৭৬ রানে আউট হন তিনি।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

এরপরের বাকি দায়িত্বটা নিয়ে নেন আন্দ্রে রাসেল। ক্রিজে এসেই একের পর এক বড় হিট করতে থাকেন ক্যারিবিয়ান তারকা। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ১১ বলে ১১ কর আউট হন শ্রেয়স আইয়ার। এরপর রিঙ্কু সিং এসে খেলেন ৮ বলে ২৬র রানের ঝোড়ো ইনিংস। এক ওভারে ৩টি ছয় মারেন নকিয়াকে। রাসেল আউট ১৯ বলে ৪১ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে কেকেআর।

KKR News: কোহলিদের বিরুদ্ধে ৫টি বড় রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল, কেকেআরের নাম করলেন উজ্জ্বল

টানা ২ ম্যাচে জয়। আইপিএল ২০২৪ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্সকে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে আরসিবিকে সহজেই হারিয়েছে নাইটরা। ৭ উইকেটে জয় পেয়েছে কেকেআর।
টানা ২ ম্যাচে জয়। আইপিএল ২০২৪ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্সকে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে আরসিবিকে সহজেই হারিয়েছে নাইটরা। ৭ উইকেটে জয় পেয়েছে কেকেআর।
প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আন্দ্রে রাসেল। তবে আরসিবির বিরুদ্ধে ব্যাটে নামার প্রয়োজনই হয়নি কেকেআরের ক্যারিবিয়ান তারকার। তবে আরসিবির বিরুদ্ধে ৫ বড় রেকর্ড তৈরি করেছেন রাসেল।
প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আন্দ্রে রাসেল। তবে আরসিবির বিরুদ্ধে ব্যাটে নামার প্রয়োজনই হয়নি কেকেআরের ক্যারিবিয়ান তারকার। তবে আরসিবির বিরুদ্ধে ৫ বড় রেকর্ড তৈরি করেছেন রাসেল।
আরসিবির বিরুদ্ধে ব্যাট না করলেও ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন রাসেল। ক্যামেরন গ্রিন ও রজত পতিদারের গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। যার সৌজন্যে আইপিএলে ১০০ উইকেটের মাইল স্টোন স্পর্শ করলেন রাসেল।
আরসিবির বিরুদ্ধে ব্যাট না করলেও ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন রাসেল। ক্যামেরন গ্রিন ও রজত পতিদারের গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। যার সৌজন্যে আইপিএলে ১০০ উইকেটের মাইল স্টোন স্পর্শ করলেন রাসেল।
আইপিএলের ইতিহাসে বিশ্বের ২৩তম বোলার হিসেবে আইপিএল ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ক্যারিবিয়ান তারকা। একইসঙ্গে ক্যারিবিয়ান তারকা সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট দখল করেন।
আইপিএলের ইতিহাসে বিশ্বের ২৩তম বোলার হিসেবে আইপিএল ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ক্যারিবিয়ান তারকা। একইসঙ্গে ক্যারিবিয়ান তারকা সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট দখল করেন।
এর পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেল ব্যাট হাতে ২ হাজার রান ও ১০০ উইকেট নিলেন আন্দ্রে রাসেল। কেকেআর তারকা ছাড়া এই রেকর্ড রয়েছে রবীন্দ্র জাদেজার।
এর পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেল ব্যাট হাতে ২ হাজার রান ও ১০০ উইকেট নিলেন আন্দ্রে রাসেল। কেকেআর তারকা ছাড়া এই রেকর্ড রয়েছে রবীন্দ্র জাদেজার।
আর পঞ্চম রেকর্ড হল আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁলেন আন্দ্রে রাসেল। দলের সেরা ম্যাচ উইনারকে মরশুমের শুরু থেকেই ছন্দে পেয়ে খুশি ফ্যানেরা, স্বস্তি কেকেআর শিবিরে।
আর পঞ্চম রেকর্ড হল আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁলেন আন্দ্রে রাসেল। দলের সেরা ম্যাচ উইনারকে মরশুমের শুরু থেকেই ছন্দে পেয়ে খুশি ফ্যানেরা, স্বস্তি কেকেআর শিবিরে।

KKR News: আরসিবির বিরুদ্ধে উঠবে রাসেল ঝড়! বড় দুই রেকর্ডের সামনে কেকেআর তারকা

সানরাইজার্স হায়দাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল। বিপদের সময়ে আরও একবার রক্ষা করেছিলেন কেকেআরকে।
সানরাইজার্স হায়দাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল। বিপদের সময়ে আরও একবার রক্ষা করেছিলেন কেকেআরকে।
শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও হায়দরাবাদের বিরুদ্ধে কামাল দেখিয়েছিলেন আন্দ্রে রাসেল। বোলিং করেও ২ উইকেট নিয়েছিলে ক্যারিবিয়ান তারকা। ম্যাচের সেরাও নির্বাচিত হন রাসেল।
শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও হায়দরাবাদের বিরুদ্ধে কামাল দেখিয়েছিলেন আন্দ্রে রাসেল। বোলিং করেও ২ উইকেট নিয়েছিলে ক্যারিবিয়ান তারকা। ম্যাচের সেরাও নির্বাচিত হন রাসেল।
শুক্রবার আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামেও রাসেল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। আরসিবির বিরুদ্ধে ম্যাচে দুটি বড় রেকর্ড গড়াও সুযোগ রয়েছে আন্দ্রা রাসেলের সামনে।
শুক্রবার আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামেও রাসেল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। আরসিবির বিরুদ্ধে ম্যাচে দুটি বড় রেকর্ড গড়াও সুযোগ রয়েছে আন্দ্রা রাসেলের সামনে।
আইপিএলে একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ বা তার বেশি ছয় মারার রেকর্ড রয়েছে মাত্র ৬ জন ক্রিকেটারে। সেই তালিকায় এবার প্রবেশ করতে রাসেলের দরকার মাত্র ৩টি ছয়। কেকেআরের হয়ে ১৯৭টি ছয় মেরেছেন তিনি।
আইপিএলে একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ বা তার বেশি ছয় মারার রেকর্ড রয়েছে মাত্র ৬ জন ক্রিকেটারে। সেই তালিকায় এবার প্রবেশ করতে রাসেলের দরকার মাত্র ৩টি ছয়। কেকেআরের হয়ে ১৯৭টি ছয় মেরেছেন তিনি।
এছাড়া কেকেআরের হয়ে বল হাতেও আরসিবির বিরুদ্ধে নজির গড়ার সুযোগ রয়েছে আন্দ্রে রাসেলের সামনে। নাইটদের হয়ে ১০০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে রাসেলের দরকার ৩টি উইকেট।
এছাড়া কেকেআরের হয়ে বল হাতেও আরসিবির বিরুদ্ধে নজির গড়ার সুযোগ রয়েছে আন্দ্রে রাসেলের সামনে। নাইটদের হয়ে ১০০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে রাসেলের দরকার ৩টি উইকেট।

KKR News: আরসিবি ম্যাচে ব্যাট করবেন না রাসেল! কী হল কেকেআর তারকার? জেনে নিন বিস্তারিত

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধ প্রথম ম্যাচে চাপের মধ্য আরও একবার কলকাতা নাইট রাইডর্সের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ছিলেন আন্দ্রে রাসল। বিধবংসী ইনিংস খল কেকআরর স্কোর দুশো পার করছিলেন ক্যারিবিয়ান তারকা।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধ প্রথম ম্যাচে চাপের মধ্য আরও একবার কলকাতা নাইট রাইডর্সের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ছিলেন আন্দ্রে রাসল। বিধবংসী ইনিংস খল কেকআরর স্কোর দুশো পার করছিলেন ক্যারিবিয়ান তারকা।
স্লগ ওভারে নেমে ২৫ বলে৬৪ রানেপ দানবীয় ইনিংস খেলেছিলেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। মরশুমের প্রথম ম্যাচ থেকেই দলের সবথেকে মারকাটারি ব্যাটারকে পুরনো ফর্মে পাওয়ায় খুশি টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যানেরা।
স্লগ ওভারে নেমে ২৫ বলে৬৪ রানেপ দানবীয় ইনিংস খেলেছিলেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। মরশুমের প্রথম ম্যাচ থেকেই দলের সবথেকে মারকাটারি ব্যাটারকে পুরনো ফর্মে পাওয়ায় খুশি টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যানেরা।
শুক্রবার আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামেও রাসেল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু ম্যাচের আগে যে কথ বললেন রাসেল তাতে কিছুটা হলেও হতাশ ফ্যানেরা।
শুক্রবার আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামেও রাসেল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু ম্যাচের আগে যে কথ বললেন রাসেল তাতে কিছুটা হলেও হতাশ ফ্যানেরা।
আরসিবি ম্যাচের আগের দিন সাংবাদিকরা রাসেলকে প্রশ্ন করেন চিন্নাস্বামীতেও কী আগের দিনের ফর্মেই পাওয়া যাবে আন্দ্রে রাসেলকে। জবাবে কেকেআর বিগ হিটার বললেন,"আমি চাইব যাতে আমাকে ব্যাট করতে না নামতে হয়।"
আরসিবি ম্যাচের আগের দিন সাংবাদিকরা রাসেলকে প্রশ্ন করেন চিন্নাস্বামীতেও কী আগের দিনের ফর্মেই পাওয়া যাবে আন্দ্রে রাসেলকে। জবাবে কেকেআর বিগ হিটার বললেন,”আমি চাইব যাতে আমাকে ব্যাট করতে না নামতে হয়।”
এমন উত্তরে কিছুটা হলেও হকচকিয়ে যান সকলেই। পরে তাঁর উত্তরের ব্যাখ্যা দিয়ে আন্দ্রে রাসেল বলেন,"প্রথম ম্যাচে আমাদের টপ অর্ডারের ব্যাটাররা বড় রান পাননি। দ্বিতীয় ম্যাচে ওরা রান করার জন্য মুখিয়ে আছে। আমি চাইব ওরা পুরো ওভার ব্যাট করুক। যাতে আমাকে নামতে না হয়।"
এমন উত্তরে কিছুটা হলেও হকচকিয়ে যান সকলেই। পরে তাঁর উত্তরের ব্যাখ্যা দিয়ে আন্দ্রে রাসেল বলেন,”প্রথম ম্যাচে আমাদের টপ অর্ডারের ব্যাটাররা বড় রান পাননি। দ্বিতীয় ম্যাচে ওরা রান করার জন্য মুখিয়ে আছে। আমি চাইব ওরা পুরো ওভার ব্যাট করুক। যাতে আমাকে নামতে না হয়।”
দলের টপ ব্যাটারদের স্বার্থে এমন মন্তব্য করলেও যদি তাঁকে নামতে হয় শেষের দিকে কয়েক বল খেলার জন্য, তাহলে বিধ্বংসী মেজাজেই পাওয়া যাবে বলেও জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
দলের টপ ব্যাটারদের স্বার্থে এমন মন্তব্য করলেও যদি তাঁকে নামতে হয় শেষের দিকে কয়েক বল খেলার জন্য, তাহলে বিধ্বংসী মেজাজেই পাওয়া যাবে বলেও জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা।

IPL 2024: আইপিএলের মেগা খেলায় এঁরা ধামাকা তোলেন, কিন্তু এত্ত বড় তারকার এইটা নেই!

IPL-র বাজার জমে উঠেছে৷ ব্যাট বলের লড়াই৷ ম্যাচ জুড়ে তীব্র উত্তেজনা৷ মাঠে বাজির খেলা, চিয়ার লিডারদের নাচ সব মিলিয়ে আনন্দের ডবল ডোজ৷ এত এত রান ক্রিকেটাররা কী করতে পারেন চোখ কচলেও মানুষ বিশ্বাস করতে পারেন না৷
IPL-র বাজার জমে উঠেছে৷ ব্যাট বলের লড়াই৷ ম্যাচ জুড়ে তীব্র উত্তেজনা৷ মাঠে বাজির খেলা, চিয়ার লিডারদের নাচ সব মিলিয়ে আনন্দের ডবল ডোজ৷ এত এত রান ক্রিকেটাররা কী করতে পারেন চোখ কচলেও মানুষ বিশ্বাস করতে পারেন না৷
কখনও আন্দ্রে রাসেল, কখনও মহেন্দ্র সিং ধোনি, দর্শকদের মনোরঞ্জন করছেন৷ কিন্তু জানেন কি একাধিক ধামাকা ক্রিকেটার রয়েছেন যাঁরা চার -ছয় মারার নজির গড়লেও আইপিএলে শতরান করতে পারেননি৷
কখনও আন্দ্রে রাসেল, কখনও মহেন্দ্র সিং ধোনি, দর্শকদের মনোরঞ্জন করছেন৷ কিন্তু জানেন কি একাধিক ধামাকা ক্রিকেটার রয়েছেন যাঁরা চার -ছয় মারার নজির গড়লেও আইপিএলে শতরান করতে পারেননি৷
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলেছেন৷ কিন্তু তাঁর কোনও শতরান নেই৷ তাঁর সবচেয়ে বেশি রান ৮৪৷
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলেছেন৷ কিন্তু তাঁর কোনও শতরান নেই৷ তাঁর সবচেয়ে বেশি রান ৮৪৷
গৌতম গম্ভীর ১৫৪ ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু তাঁরও কোনও শতরান নেই৷ তাঁর সর্বোচ্চ রান ৯৩৷
গৌতম গম্ভীর ১৫৪ ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু তাঁরও কোনও শতরান নেই৷ তাঁর সর্বোচ্চ রান ৯৩৷
১৮৯ ম্যাচ খেলেছেন কায়রন পোলার্ড৷ তাঁরও নেই শতরান৷ ৮৭ রান তাঁর আইপিএলে সর্বোচ্চ স্কোর৷
১৮৯ ম্যাচ খেলেছেন কায়রন পোলার্ড৷ তাঁরও নেই শতরান৷ ৮৭ রান তাঁর আইপিএলে সর্বোচ্চ স্কোর৷
রবিন উথাপ্পা ২০৫ ম্যাচ খেলেছেন৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷ তাই তাঁরও আইপিএলে কোনও শতরান নেই৷
রবিন উথাপ্পা ২০৫ ম্যাচ খেলেছেন৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷ তাই তাঁরও আইপিএলে কোনও শতরান নেই৷
৯৯ সর্বোচ্চ রানেই থমকে গেছেন ইশান কিষাণ৷ তরুণ তুর্কি ধামাকা এই ব্যাটারের নেই শতরান৷
৯৯ সর্বোচ্চ রানেই থমকে গেছেন ইশান কিষাণ৷ তরুণ তুর্কি ধামাকা এই ব্যাটারের নেই শতরান৷
ধামাকা ব্যাটিংয়ের জন্য ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত গ্লেন ম্যাক্সওয়েল৷  ৯৫ রান তাঁর সর্বোচ্চ স্কোর৷
ধামাকা ব্যাটিংয়ের জন্য ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত গ্লেন ম্যাক্সওয়েল৷  ৯৫ রান তাঁর সর্বোচ্চ স্কোর৷
হার্দিক পান্ডিয়ার ধামাকা ইনিংসে কুপোকাত হন দর্শকরা৷ কিন্তু তাঁরও ঝোলায় আইপিএল শতরান নেই৷ তাঁর সেরা রান ৯১৷
হার্দিক পান্ডিয়ার ধামাকা ইনিংসে কুপোকাত হন দর্শকরা৷ কিন্তু তাঁরও ঝোলায় আইপিএল শতরান নেই৷ তাঁর সেরা রান ৯১৷
কেকেআরের আন্দ্রে রাসেলেরও নেই আইপিএল সেঞ্চুরি৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷
কেকেআরের আন্দ্রে রাসেলেরও নেই আইপিএল সেঞ্চুরি৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷
আইপিএল ২০২৪ এ কেকেআর অধিনায়ক৷ শ্রেয়স আইয়ারও ৯৬ রান করতে পেরেছেন৷ কিন্তু শতরান তাঁরও অধরা৷
আইপিএল ২০২৪ এ কেকেআর অধিনায়ক৷ শ্রেয়স আইয়ারও ৯৬ রান করতে পেরেছেন৷ কিন্তু শতরান তাঁরও অধরা৷
তালিকায় রয়েছেন ফ্যাফ ডু প্লেসিসও৷ তাঁর ঝোলাতেও শতরান নেই৷ তাঁর সেরা স্কোর ৯৬ ৷
তালিকায় রয়েছেন ফ্যাফ ডু প্লেসিসও৷ তাঁর ঝোলাতেও শতরান নেই৷ তাঁর সেরা স্কোর ৯৬ ৷

 

KKR News: ভারতে এসে হোটেলে সারা রাত ঘুমান না আন্দ্রে রাসেল! কী করেন কেকেআর তারকা? জানলে অবাক হবেন

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বিধ্বংসী ইনিংস খেলেছেন কেকেআরের বিগ হিটার আন্দ্রে রাসেল।  ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বিধ্বংসী ইনিংস খেলেছেন কেকেআরের বিগ হিটার আন্দ্রে রাসেল। ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি।
দীর্ঘ দিন পর রাসেলের মাসেল পাওয়ার দেখল ইডেন গার্ডেন্স। বিগত কয়েক মরশুমে চেনা ছন্দে পাওয়া না গেলেও এবার শুরুতেই রাসেলের বিগ হিট দেখে খুশি কেকেআর ফ্যানেরা।
দীর্ঘ দিন পর রাসেলের মাসেল পাওয়ার দেখল ইডেন গার্ডেন্স। বিগত কয়েক মরশুমে চেনা ছন্দে পাওয়া না গেলেও এবার শুরুতেই রাসেলের বিগ হিট দেখে খুশি কেকেআর ফ্যানেরা।
পুরোনো ফর্মে রাসেলকে ফিরে পাওয়ার পর থেকে ক্যারিবিয়ান তারকার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল বেড়ে গিয়েছে ফ্যানেদের। এরই মধ্যে রাসেলকে নিয়ে সামনে এসেছে এমন একটি তথ্য, যা জানলে চমকে যাবেন।
পুরোনো ফর্মে রাসেলকে ফিরে পাওয়ার পর থেকে ক্যারিবিয়ান তারকার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল বেড়ে গিয়েছে ফ্যানেদের। এরই মধ্যে রাসেলকে নিয়ে সামনে এসেছে এমন একটি তথ্য, যা জানলে চমকে যাবেন।
কারণ ভারতে এসে সারা রাত ঘুমোন না রাসেল। সূর্য উঠলে তারপর ঘুমোতে যান। দুপুরে উঠে ব্রেকফাস্ট করেন। তারপর সোজা চলে যান অনুশীলনে। ম্যাচ থাকলেও একই রুটিন মেনে চলেন ক্যারিবিয়ান তারকা।
কারণ ভারতে এসে সারা রাত ঘুমোন না রাসেল। সূর্য উঠলে তারপর ঘুমোতে যান। দুপুরে উঠে ব্রেকফাস্ট করেন। তারপর সোজা চলে যান অনুশীলনে। ম্যাচ থাকলেও একই রুটিন মেনে চলেন ক্যারিবিয়ান তারকা।
এর পিছনে অবশ্য কারণ রয়েছে।  ক্যারিবিয়ান অলরাউন্ডার ভারতে এসে বডি ক্লক পরিবর্তন করেন না। ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারতের সময় প্রায় সম্পূর্ণ উল্টো। তাই নিজের দেশের সময় মেনেই যাবতী কাজ করেন রাসেল।
এর পিছনে অবশ্য কারণ রয়েছে। ক্যারিবিয়ান অলরাউন্ডার ভারতে এসে বডি ক্লক পরিবর্তন করেন না। ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারতের সময় প্রায় সম্পূর্ণ উল্টো। তাই নিজের দেশের সময় মেনেই যাবতী কাজ করেন রাসেল।
ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে জিমে কসরত করতে যান। সারারাত জেগে থাকেন। তারপর ভারতে যখন সকাল, তখন ঘুমোতে যান রাসেল। নিজের দেশে সেটাই যে বিশ্রাম নেওয়ার সময়। তারপর উঠে খাবার খান।
ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে জিমে কসরত করতে যান। সারারাত জেগে থাকেন। তারপর ভারতে যখন সকাল, তখন ঘুমোতে যান রাসেল। নিজের দেশে সেটাই যে বিশ্রাম নেওয়ার সময়। তারপর উঠে খাবার খান।
আর এমনটা করার কারণ সারা বছর যেমন তার অভ্যেস সেটা বজার রাখার জন্য। রাসেল মনে করেন বডি ক্লক এক রাখলে তিনি বেশি ফিট ও সতেজ থাকেন। আর মাঠে গিয়ে নিজের সেরাটা দিতে পারেন।
আর এমনটা করার কারণ সারা বছর যেমন তার অভ্যেস সেটা বজার রাখার জন্য। রাসেল মনে করেন বডি ক্লক এক রাখলে তিনি বেশি ফিট ও সতেজ থাকেন। আর মাঠে গিয়ে নিজের সেরাটা দিতে পারেন।