দক্ষিণবঙ্গ Anubrata Mondal: ‘দুই বন্ধু একসঙ্গে চলে যাব!’ আর কতদিন রাজনীতিতে, ‘অবসরের’ ইঙ্গিত দিয়ে দিলেন অনুব্রত? Gallery October 21, 2024 Bangla Digital Desk জেল মুক্তির পর বীরভূমে ফিরে ফের নিজের হাতে দলীয় সংগঠনের রাশ তুলে নিয়েছেন৷ যদিও বিতর্কিত মন্তব্য এড়িয়ে প্রকাশ্যে অনেকটাই নমনীয় থাকছেন অনুব্রত মণ্ডল৷ এ দিন বীরভূমের সিউড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে এসেও খোশ মেজাজেই ছিলেন অনুব্রত মণ্ডল৷ সবাইকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দেন৷ সেই বৈঠকেই অনুব্রত বলেন, আমি নেতা নই, সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। আমি মানুষের সঙ্গে ঝগটা ঝাঁটি করতে চাই না। মানুষের জন্য কাজ করতে চাই। শুধু তাই নয়, একটি প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, সিউড়ি (২) ব্লকের সভাপতি নরুল দল ছাড়তে চেয়েছিল৷ আমি তাই বললাম, আর একটা ভোট পার কর, দিদিকে আরেকবার মুখ্যমন্ত্রী করে দে, তারপর দুই বন্ধু এক সঙ্গে চলে যাবো। অনুব্রতর এই কথায় স্বভাবতই তৃণমূলের নেতা, কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়৷ অনুব্রত অবশ্য বিষয়টি নিয়ে আর বিশেষ কিছু বলতে চাননি৷ তবে তৃণমূল নেতা জানিয়েছেন, কালীপুজোর পর দলনেত্রীর সঙ্গে কথা বলে সিউড়ি (২) ব্লকে জনসভা করবেন তিনি৷