পাঁচমিশালি Most dangerous animal: যেন সাক্ষাৎ মৃত্যু! বাঘ, সিংহ বা সাপ নয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীর নাম শুনলে আঁতকে উঠবেন Gallery October 22, 2024 Bangla Digital Desk প্রতিটি প্রাণীই পরিবেশের সৃষ্টির। আবার পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষার্থে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে। তবুও বুদ্ধির বলে মানুষ অন্যান্য প্রাণীকে পিছনে ফেলে দিয়েছে। প্রতীকী ছবি। তবে অস্তিত্ব রক্ষার জন্য প্রাণী জগতে সংগ্রাম চলতেই থাকে। সেই সংগ্রামের ফলে সংঘাতে জড়ায় বিভিন্ন প্রাণী। মানষের জন্যও কোনও কোনও প্রাণী সত্যিই বিপজ্জনক। প্রতীকী ছবি। অন্যান্য প্রাণীর আক্রমণে প্রতিদিন বহু মানুষ মারা যায়। বাঘ বা সিংহের মতো শক্তিশালী প্রাণী মানুষের জন্য বিপজ্জনক। আবার সাপের ছোবলেও প্রতিদিন বহু মানুষকে প্রাণ দিতে হয়। প্রতীকী ছবি। তবে বাঘ বা সিংহের আক্রমণ নয়, আবার সাপের বিষও নয়, মানুষের জন্য বিপজ্জনক প্রাণী কিন্তু অন্য কিছু। তথ্য বলছে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী হল মশা। প্রতীকী ছবি। প্রতি বছর বিশ্বে মশার কামড়ে প্রাণ যায় প্রায় ৭ লাখ ২৫ হাজার মানুষের। পুরুষ মশা কামড়ায় না। পুরুষ মশা কামড়ায় না, কামড়ায় শুধু মহিলা মশা। ম্যালেরিয়া, ডেঙ্গু-সহ বিভিন্ন রোগ হয় মশার কামড়ে। যার ফলেই মৃত্যুর সম্মুখীন হয় মানুষ। প্রতীকী ছবি।