চলছে প্রতিমা তৈরির কাজ

Cyclone Dana:: কালী পুজোর আগেই  ঘূর্ণিঝড় ‘ডানা’-র পূর্বাভাস! চিন্তায় উপকূলীয় এলাকার মৃৎশিল্পীরা

দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে চিন্তায় উপকূলীয় এলাকার মৃৎশিল্পীরা। সামনেই রয়েছে কালীপুজো। সেজন্য মৃৎশিল্পীদের মধ্যে রয়েছে চরম ব্যস্ততা। কিন্তু সব হিসাব গুলিয়ে দিচ্ছে ঘূর্ণিঝড়।ঝড় আসলে তার সঙ্গে দোসর হিসাবে আসে বৃষ্টি। আর সেই বৃষ্টিই চিন্তায় ফেলছে মৃৎশিল্পীদের। সাধারণত মৃৎশিল্পীরা ত্রিপলের ছাউনি করে তার মধ্যে প্রতিমা তৈরি করেন। সেই দুর্বল ছাউনি ঝড়ের মুখে কতক্ষণ টিকবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে অমর হালদার নামে এক মৃৎশিল্পী জানিয়েছেন, ‘ঝড়বৃষ্টি হলে খুবই ক্ষতি হবে। অনেকগুলি অর্ডার নেওয়া রয়েছে সময়ে সব দেওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা।’

আরও পড়ুন: বঙ্গোপসাগরই হবে ‘ডানা’র আঁতুড়ঘর! ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি উপকূলে, চলছে মাইকিং

তবে প্রতিবছর প্রতিমা তৈরির সময় প্রায় এরকম সমস্যা হওয়ায় অনেকে আবার স্থায়ী ছাউনি বানিয়েছেন। রোদ না উঠলে তারা ব্যবহার করছেন ড্রায়ার। এরকম এক মৃৎশিল্পী লক্ষীকান্ত শিউলি জানিয়েছেন, এইরকম হতে পারে তা আন্দাজ করে সব ব্যবস্থা আগে থেকেই করেছেন তাঁরা।
তবে মোটের উপর অধিকাংশ মৃৎশিল্পী কিন্তু চিন্তায় রয়েছেন। ঝড়ের প্রভাব যেহেতু উপকূলীয় এলাকায় পড়বে, সেক্ষেত্রে প্রতিমা তৈরির শেষের দিকে এসে এই ঝড় সমস্যায় ফেলবে তাদের তা আর বলার অপেক্ষা রাখেনা।

নবাব মল্লিক