Alipurduar News: কালচিনির চা বলয় থেকে সোজা বলিউড! মনোজ-নীনাদের সঙ্গে চুটিয়ে কাজ সোলাঙ্কির

আলিপুরদুয়ার: মায়ের স্বপ্ন সত্যি করেছে কালচিনির সোলাঙ্কি শর্মা। বলিপাড়ায় একের পর এক ধারাবাহিক এবং ওয়েব সিরিজে অভিনয় করে ইতিমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর মা তাঁকে নাচ, গান এবং অভিনয়ের জন্য উদ্বুদ্ধ করতেন। তবে মুম্বই গিয়ে বলিপাড়ায় কাজ করা তাঁর কাছে স্বপ্নের মতোই।
আলিপুরদুয়ার: মায়ের স্বপ্ন সত্যি করেছে কালচিনির সোলাঙ্কি শর্মা। বলিপাড়ায় একের পর এক ধারাবাহিক এবং ওয়েব সিরিজে অভিনয় করে ইতিমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর মা তাঁকে নাচ, গান এবং অভিনয়ের জন্য উদ্বুদ্ধ করতেন। তবে মুম্বই গিয়ে বলিপাড়ায় কাজ করা তাঁর কাছে স্বপ্নের মতোই।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি কাস্টিং ডিরেক্টর হিসাবেও কাজ করছেন সোলাঙ্কি। ২০১৬ সালে শিলিগুড়িতে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে মুম্বই পৌঁছে যান তিনি। সেখানে অনুপম খের অভিনয় স্কুলে আক্টিং কোর্স করে একমাস পর একটি সিরিয়ালের জন্য অডিশন দেন। এরপর একটি নামী চ্যানেলের পরিচিত ধারাবাহিকে কাজ করেন তিনি।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি কাস্টিং ডিরেক্টর হিসাবেও কাজ করছেন সোলাঙ্কি। ২০১৬ সালে শিলিগুড়িতে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে মুম্বই পৌঁছে যান তিনি। সেখানে অনুপম খের অভিনয় স্কুলে আক্টিং কোর্স করে একমাস পর একটি সিরিয়ালের জন্য অডিশন দেন। এরপর একটি নামী চ্যানেলের পরিচিত ধারাবাহিকে কাজ করেন তিনি।
অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছেন সোলাঙ্কি। তিনি জানিয়েছেন, "ছোট থেকে নাচ, গান অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। মা বলতেন অনুষ্ঠানে যোগ দিতে, তাই করতাম। তবে বলিউড গিয়ে কাজ করব এটা সত্যি ভাবিনি। এখনও স্বপ্নের মত সবটা।"
অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছেন সোলাঙ্কি। তিনি জানিয়েছেন, “ছোট থেকে নাচ, গান অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। মা বলতেন অনুষ্ঠানে যোগ দিতে, তাই করতাম। তবে বলিউড গিয়ে কাজ করব এটা সত্যি ভাবিনি। এখনও স্বপ্নের মত সবটা।”
সোলাঙ্কির বাড়ি কালচিনিতে। চা বাগান এলাকার মেয়ে কাজ করছেন বলিউড গিয়ে। যা গর্বের কারণ এলাকাবাসীদের কাছে। সোলাঙ্কি জানান, চা বাগানের ছেলেমেয়েরা প্রতিভাবান হন। তাঁরা চেষ্টা করলেই অভিনয় জগতে পা রাখতে পারবেন।
সোলাঙ্কির বাড়ি কালচিনিতে। চা বাগান এলাকার মেয়ে কাজ করছেন বলিউড গিয়ে। যা গর্বের কারণ এলাকাবাসীদের কাছে। সোলাঙ্কি জানান, চা বাগানের ছেলেমেয়েরা প্রতিভাবান হন। তাঁরা চেষ্টা করলেই অভিনয় জগতে পা রাখতে পারবেন।
এখন শর্ট ভিডিও এবং রিলসের সময়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করা আরও সহজ হয়েছে বলে জানান সোলাঙ্কি। বর্তমানে সোলাঙ্কি একটি ওয়েব সিরিজের কাস্টিং ডিরেক্টরের কাজ করছেন। যাঁর অন্যতম মুখ অভিনেত্রী নীনা গুপ্তা। ইতিমধ্যে ওয়েব সিরিজটি জনপ্রিয় হয়েছে সকলের কাছে।অনন্যা দে
এখন শর্ট ভিডিও এবং রিলসের সময়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করা আরও সহজ হয়েছে বলে জানান সোলাঙ্কি। বর্তমানে সোলাঙ্কি একটি ওয়েব সিরিজের কাস্টিং ডিরেক্টরের কাজ করছেন। যাঁর অন্যতম মুখ অভিনেত্রী নীনা গুপ্তা। ইতিমধ্যে ওয়েব সিরিজটি জনপ্রিয় হয়েছে সকলের কাছে। অনন্যা দে