খেলা KKR News: স্টার্কের বিদায় পাকা! সাড়ে ছয় ফুটের ভয়ঙ্কর বিদেশী পেসারকে নেবে কেকেআর! বড় আপডেট Gallery October 22, 2024 Bangla Digital Desk ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের প্রতিটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। আইপিএলের প্রতিটি দল একদিকে যেমন রিটেনশন তালিকা তৈরিতে ব্যস্ত, একইসঙ্গে অঙ্ক কষা হচ্ছে নিলামে কাদের জন্য ঝাপানো হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল নিলামে কোন রণনীতি নেবে তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মনে। বিশেষ করে বিদেশী পেসারের ক্ষেত্রে এবারও কি স্টার্কের জন্য ঝাপাবে নাইটরা? নাকি রয়েছে অন্য পরিকল্পনা। এর আগে প্যাট কামিন্সকে রেকর্ড টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর, গতবার প্রায় আইপিএল ইতিহাসে রেকর্ড প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল নাইটরা। প্লেঅফ ও ফাইনাল বাদে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি অজি স্পিড স্টার। মিচেল স্টার্ককে রিটেন করার সম্ভাবনাও কম নাইটদের। ফলে বড় নামের পিছনে নাও ছুটতে পারে কলকাতা। কেকেআরের র্যাডারে রয়েছে সাড়ে ছয় ফুট উচ্চতার এক ভয়ঙ্কর বিদেশী পেসার। ইতিমধ্যেই আগুন ঝরানো বোলিং করে সকলের নজর কেড়েছেন তিনি। সেই পেসার হলেন নিউজিল্যান্ডের উইল ও রর্ক। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ২২ রানে চার উইকেট নিয়েছিলেন তিনি। তারপরই আইপিএল নিলানের আগে চর্চায় চলে আসেন ২৩ বছরের এই তরুণ কিউই পেসার। নজর রাখছে কেকেআরও। এশিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলে যেভাবে নিজের বিচক্ষণতা, লাইন-লেন্থ-সুইংয়ের পরিচয় দিয়েছেন এই দীর্ঘকায় পেসার, তা প্রশংসা কুড়িয়েছে সকলের। বিশেষ ভারতের স্পিন সহায়ক উইকেটে তার বোলিং সকলের নজর কেড়েছে। উইল ও রর্ককে দলে নিলে খুব একটা বেশি টাকা লাগবে না। একইসঙ্গে বয়স কম হওয়ায় ভবিষ্যতের দীর্ঘ বছর তার থেকে সার্ভিস পাওয়া যেতে পারে। পাওয়ার প্লে-তে তার উচ্চতা, বাউন্স ও সুইং বড় শক্তি হতে পারে কেকেকেআরের।