জ্যোতিষকাহন Karthik Month Dos & Donts: চলছে কার্তিক মাস! সূর্যাস্তের পর ভুলেও কাউকে দেবেন না এই জিনিসগুলি! দিলেই সর্বস্বান্ত! সাবধান! Gallery October 22, 2024 Bangla Digital Desk শুরু হয়ে গিয়েছে কার্তিকমাস। বৈষ্ণব মতে হেমন্তঋতুর এই মাস অত্যন্ত শুভ। পবিত্র এই মাসকে বলা হয় দামোদর মাস। এই মাসে কিছু কাজ করলে প্রচুর পুণ্য অর্জন করা যায়। বলছেন অযোধ্যার জ্যোতিষ বিশারদ কল্কি রাম। কার্তিক মাসে সূর্যাস্তের পর কিছু জিনিস কখনওই কাউকে দান করবেন না। সেগুলির মধ্যে অন্যতম লবণ এবং হলুদ। এই দুটোই মাঙ্গলিক বলে মনে করা হয়। এই দুই জিনিস কার্তিক মাসে কাউকে দান করবেন না। সূর্যাস্তের পর বাড়ির যেখানে সেখানে যেমন তেমন ভাবে ঝাঁটা রাখবেন না এই মাসে। নিজের বাড়ির ঝাঁটা বাইরের কাউকে দেবেনও না ব্যবহারের জন্য। বাড়ি লক্ষ্মীহীন ও শ্রীহীন হয়ে পড়ে। পুজোর কাজে ব্যবহৃত জিনিস যেমন শঙ্খ, বাসনপত্র-সহ উপকরণ কাউকে ব্যবহার করতে দেবেন না। তাহলে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে সংসার থেকে। চাল হল মা লক্ষ্মীর প্রতীক। যে কোনও শুভ কাজে মাঙ্গলিক প্রতীক হিসেবে আতপচাল ব্যবহার করা হয়। কার্তিক মাসে সূর্যাস্তের পর গোধূলিবেলায় চাল দান করবেন না। দিনের অন্য সময়ে দান করতে পারেন। সূর্যাস্তের পর অনাহারী কাউকে আহারও করাতে পারেন। তবে চাল দান করবেন না। অতিরিক্ত জরুরিকালীন পরিস্থিতি ছাড়া কার্তিক মাসে সন্ধ্যায় কাউকে অর্থ ধার দেবেন না। এই মাসে কারওর কাছ থেকে ধার নেবেনও না। দামোদর বা কার্তিক মাসে দেবস্থানে, বাড়ির ঠাকুরঘরে এবং তুলসিতলায় প্রদীপ প্রজ্বলন করুন। তুলসিসেবা করুন। সুগম হবে পুণ্যলাভের পথ।