দক্ষিণবঙ্গ, পুরুলিয়া Cyclone Dana Update: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! আবহাওয়ার খেলা শুরু! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কতদিন? দিন-তারিখ বলে দিল আলিপুর Gallery October 23, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। প্রভাব পড়বে একাধিক জায়গায়। প্রভাব পড়তে পারে জেলা পুরুলিয়াতেও। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। এই দিন সকাল থেকেই হালকা মেঘলা আকাশ দেখা গিয়েছে গোটা জেলা জুড়ে। প্রবল ঝড় বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়া এমনটাই পূর্বাভাস মিলেছে। তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে ক্রমাগত। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বিগত দিনের তুলনায় তাপমাত্রায় পারদ খানিকটা কম রয়েছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। হালকা ঠান্ডার আমেজ রয়েছে গোটা জেলা জুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় দানা। এর প্রভাবে ভিজবে দক্ষিণের একাধিক জেলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এর মধ্যে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও বেশ কিছু জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই তালিকায় থাকছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়েছে প্রশাসনিক নজরদারি। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে না উত্তরে। মোটের উপর উত্তরের আবহাওয়া ঠিক ঠাক থাকছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। কিছুটা স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণের একাধিক জেলায় সর্তকতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা রয়েছে জেলা পুরুলিয়ায়। পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনিকভাবে। শর্মিষ্ঠা ব্যানার্জি