জলপাইগুড়ি: টোটোর দৌরাত্ম্য শহরে। যাতায়াতের চরম সমস্যা নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষের। যত্রতত্র টোটো দাঁড়িয়ে। পুলিশ প্রশাসন এবং পুরসভার দৃষ্টি আকর্ষণ করছেন শহরবাসী।
কালী পূজার আগে জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রনে জেলা পুলিশ। টোটো রাস্তায় যত্রতত্র দাঁড়িয়ে রয়েছে, বা রাতের অন্ধকারে একাংশ টোটো অসামাজিক কাজকর্মের আখড়া, এমনই অভিযোগ। এবার হবে সব বন্ধ।
আরও পড়ুন- ধর্মা প্রোডাকাশনের শেয়ার কিনতে চান? জেল থেকেই করণকে প্রস্তাব সুকেশের
আপনার টোটো থাকলে সাবধান হন। জলপাইগুড়ি শহরের টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের! কড়া নজরদারিতে কার্যত মুড়ে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের।
টোটো যানজটের জেরে নাস্তানাবুদ জলপাইগুড়িবাসী। রোজই বড়ছোট দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে শহরবাসী। এবার তা রুখতেই বিভিন্ন নির্দেশ জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের তরফে।
এদিন জলপাইগুড়ি পুলিশ সুপার এবং মহকুমা শাসকের তরফে জানানো হয়, যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে নামানোর পর সেই জায়গায় অকারণে দাঁড়িয়ে থাকলে সংশ্লিষ্ট টোটো চালককে গুনতে হতে পারে মোটা অঙ্কের ফাইন।
অন্যদিকে, রাত নামলেই টোটোয় নেশাদ্রব্য কিংবা অসামাজিক কাজের সন্ধান পেলে যখন তখন আটক করতে পারে পুলিশ। এরই সঙ্গে শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সুরজিৎ দে