Mobile Use In Cyclone Dana: আতঙ্কের সাইক্লোন দানা, যত এগোচ্ছে ততই বাড়ছে সতর্কতা! ঝড়ের সময় ফোনের ব্যবহার নিয়ে সাবধান

সাইক্লোন দানার তাণ্ডব শুরু হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। প্রভাব পড়বে একাধিক জায়গায়। ‌প্রভাব পড়তে পারে জেলা পুরুলিয়াতেও। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। এই দিন সকাল থেকেই হালকা মেঘলা আকাশ দেখা গিয়েছে গোটা জেলা জুড়ে।
সাইক্লোন দানার তাণ্ডব শুরু হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। প্রভাব পড়বে একাধিক জায়গায়। ‌ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে , শুরু হয়েছে জোরদার প্রস্তুতিও। 
অতি ভারী বৃষ্টির সঙ্গে অত্যন্ত বেগে বইবে হাওয়া৷ ফলে সবাইকে সাবধানে থাকতে বলেছেন আবহাওয়াবিদরা৷ এর মধ্যে সাধারণ মানুষও সতর্ক হয়েছেন৷
অতি ভারী বৃষ্টির সঙ্গে অত্যন্ত বেগে বইবে হাওয়া৷ ফলে সবাইকে সাবধানে থাকতে বলেছেন আবহাওয়াবিদরা৷ এর মধ্যে সাধারণ মানুষও সতর্ক হয়েছেন৷
এই ঝড়ের মধ্যেই মোবাইল চার্জ দেবেন, টিভি চলাবেন নাকি ফোনে কথা বলবেন কিনা, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন৷
এই ঝড়ের মধ্যেই মোবাইল চার্জ দেবেন, টিভি চলাবেন নাকি ফোনে কথা বলবেন কিনা, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন৷
বিদ্যুৎ চমকালেই বুক দুরুদুরু। টিভি, ফ্রিজের মতো ইলেকট্রনিক গ্যাজেট বন্ধ করতে হয় সবার আগে।। নাহলে ক্ষতি হতে পারে। কিন্তু মোবাইল? বাজ পড়লে ল্যান্ডলাইন ব্যবহার করতে নিষেধ করা হয়। কারণ বাইরের তারের সঙ্গে যোগ থাকায় ব্যক্তির গুরুতর জখম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মোবাইলেও কি এরকম কিছু হতে পারে?
বিদ্যুৎ চমকালেই বুক দুরুদুরু। টিভি, ফ্রিজের মতো ইলেকট্রনিক গ্যাজেট বন্ধ করতে হয় সবার আগে।। নাহলে ক্ষতি হতে পারে। কিন্তু মোবাইল? বাজ পড়লে ল্যান্ডলাইন ব্যবহার করতে নিষেধ করা হয়। কারণ বাইরের তারের সঙ্গে যোগ থাকায় ব্যক্তির গুরুতর জখম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মোবাইলেও কি এরকম কিছু হতে পারে?
বাজ পড়লে নিরাপদ জায়গায় থাকতে হবে। কাছে মোবাইল ফোন থাকুক আর না-ই থাকুক। অ্যাকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ ড্যান কোটলোস্কি বলেছেন, “আসল বিষয় হল, বজ্রপাতের সময় আপনি কোথায় রয়েছেন। কেউ যদি মোবাইল ফোনের টাওয়ারের কাছে থাকে তাহলে বিপদ। কারণ মোবাইল ফোনের টাওয়ারে বাজ পড়ার সম্ভাবনা বেশি থাকে”। বাজ পড়লে গাড়ি বা বাড়ির মধ্যে থাকাই সবচেয়ে নিরাপদ। সোজা কথায়, চার দেওয়ালের মধ্যে থাকতে হবে। খোলা জায়গা সবসময় বিপজ্জনক।
বাজ পড়লে নিরাপদ জায়গায় থাকতে হবে। কাছে মোবাইল ফোন থাকুক আর না-ই থাকুক। অ্যাকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ ড্যান কোটলোস্কি বলেছেন, “আসল বিষয় হল, বজ্রপাতের সময় আপনি কোথায় রয়েছেন। কেউ যদি মোবাইল ফোনের টাওয়ারের কাছে থাকে তাহলে বিপদ। কারণ মোবাইল ফোনের টাওয়ারে বাজ পড়ার সম্ভাবনা বেশি থাকে”। বাজ পড়লে গাড়ি বা বাড়ির মধ্যে থাকাই সবচেয়ে নিরাপদ। সোজা কথায়, চার দেওয়ালের মধ্যে থাকতে হবে। খোলা জায়গা সবসময় বিপজ্জনক।
শুধু চার দেওয়ালের মধ্যে থাকলেই হবে না। প্লাগ ইন করা ইলেকট্রনিক্স গ্যাজেটের থেকেও দূরে থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, “বাজ পড়ার সময় দেওয়ালের প্লাগে লাগানো যে কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটই বিপজ্জনক, কারণ সেগুলো বাইরের তারের সঙ্গে যুক্ত রয়েছে। মোবাইল ফোন বা ল্যাপটপ যদি প্লাগ ইন করা থাকে বা চার্জ করা হয়, সেটাও সমান বিপজ্জনক”।
শুধু চার দেওয়ালের মধ্যে থাকলেই হবে না। প্লাগ ইন করা ইলেকট্রনিক্স গ্যাজেটের থেকেও দূরে থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, “বাজ পড়ার সময় দেওয়ালের প্লাগে লাগানো যে কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটই বিপজ্জনক, কারণ সেগুলো বাইরের তারের সঙ্গে যুক্ত রয়েছে। মোবাইল ফোন বা ল্যাপটপ যদি প্লাগ ইন করা থাকে বা চার্জ করা হয়, সেটাও সমান বিপজ্জনক”।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জন জেনসেনিয়াস বলছেন, “সহজ জিনিস হল, বাজ পড়ছে মানে বাড়ির ভিতরে থাকতে হবে। বাইরে নয়। এই সময় ইলেকট্রনিক্স গ্যাজেট প্লাগ থেকে খুলে নেওয়াই ভাল। শেষ বাজ পড়ার পর অন্তর আরও ৩০ মিনিট বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়”।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জন জেনসেনিয়াস বলছেন, “সহজ জিনিস হল, বাজ পড়ছে মানে বাড়ির ভিতরে থাকতে হবে। বাইরে নয়। এই সময় ইলেকট্রনিক্স গ্যাজেট প্লাগ থেকে খুলে নেওয়াই ভাল। শেষ বাজ পড়ার পর অন্তর আরও ৩০ মিনিট বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়”।
অনেকে মনে করেন, মোবাইল ফোন বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এটা ভুল ধারণা। বজ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে মোবাইলে বাজ পড়লে পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকেই ভুল ধারণা তৈরি হয়েছে।
অনেকে মনে করেন, মোবাইল ফোন বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এটা ভুল ধারণা। বজ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে মোবাইলে বাজ পড়লে পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকেই ভুল ধারণা তৈরি হয়েছে।
অনেকে মনে করেন, মোবাইল ফোন বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এটা ভুল ধারণা। বজ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে মোবাইলে বাজ পড়লে পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকেই ভুল ধারণা তৈরি হয়েছে।
অনেকে মনে করেন, মোবাইল ফোন বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এটা ভুল ধারণা। বজ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে মোবাইলে বাজ পড়লে পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকেই ভুল ধারণা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, “কোনও কিছুই বজ্রপাতকে আকর্ষণ করতে পারে না। তবে তার, তারের বেড়ার মতো বস্তুতে বজ্র প্রবাহিত হতে পারে। মোবাইল ফোনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই”।
বিশেষজ্ঞরা বলছেন, “কোনও কিছুই বজ্রপাতকে আকর্ষণ করতে পারে না। তবে তার, তারের বেড়ার মতো বস্তুতে বজ্র প্রবাহিত হতে পারে। মোবাইল ফোনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই”।