Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷

পদোন্নতি, বেতনবৃদ্ধি, সম্পত্তিলাভ; এই বছরের ধনতেরস বদলে দেবে ভাগ্য ! এখনই জেনে নিন কী ঘটতে চলেছে

আসতে চলেছে বহু প্রতীক্ষিত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। লোকমুখে যার পরিচিতি ধনতেরস নামে। এই ধনতেরস থেকেই শুরু হয় পাঁচদিনব্যাপী দীপাবলির মহোৎসব। ত্রয়োদশী তিথিতে ধনতেরস, চতুর্দশী তিথিতে নরক চতুর্দশী, অমাবস্যা তিথিতে দীপাবলি, প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা এবং দ্বিতীয়া তিথিতে ভাই দুজ বা ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া- এভাবেই উৎসব উদযাপন করবে দেশ।
আসতে চলেছে বহু প্রতীক্ষিত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। লোকমুখে যার পরিচিতি ধনতেরস নামে। এই ধনতেরস থেকেই শুরু হয় পাঁচদিনব্যাপী দীপাবলির মহোৎসব। ত্রয়োদশী তিথিতে ধনতেরস, চতুর্দশী তিথিতে নরক চতুর্দশী, অমাবস্যা তিথিতে দীপাবলি, প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা এবং দ্বিতীয়া তিথিতে ভাই দুজ বা ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া- এভাবেই উৎসব উদযাপন করবে দেশ।
এর মধ্যে আর্থিক লাভের দিক থেকে উৎসবের প্রথম দিন, অর্থাৎ ধনতেরস খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়, এই তিথিতেই সমুদ্রমন্থনের সময়ে অমৃতপাত্র হস্তে ধারণ করে সাগরগর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন দেববৈদ্য ধন্বন্তরি, তাঁর নাম অনুসারেই তিথি পরিচিত ধনত্রয়োদশী বা ধনতেরস রূপে। সন্দেহ নেই, এই তিথি সুস্বাস্থ্য এবং জীবন উদযাপনের। কিন্তু জীবনের আনন্দ উপভোগ করতে হলে শুধু স্বাস্থ্যই নয়, ধন বা সম্পদও সমান প্রয়োজন। সেই দিক থেকেও এই তিথির ধনতেরস নাম সার্থক।
এর মধ্যে আর্থিক লাভের দিক থেকে উৎসবের প্রথম দিন, অর্থাৎ ধনতেরস খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়, এই তিথিতেই সমুদ্রমন্থনের সময়ে অমৃতপাত্র হস্তে ধারণ করে সাগরগর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন দেববৈদ্য ধন্বন্তরি, তাঁর নাম অনুসারেই তিথি পরিচিত ধনত্রয়োদশী বা ধনতেরস রূপে। সন্দেহ নেই, এই তিথি সুস্বাস্থ্য এবং জীবন উদযাপনের। কিন্তু জীবনের আনন্দ উপভোগ করতে হলে শুধু স্বাস্থ্যই নয়, ধন বা সম্পদও সমান প্রয়োজন। সেই দিক থেকেও এই তিথির ধনতেরস নাম সার্থক।
এই তিথিতে সন্ধ্যাবেলায় গৃহস্থের ঘরে ঘরে উপাসনা করা হয়ে থাকে সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এবং ধনদাতা দেব কুবেরের। তাঁদের আশীর্বাদেই সম্পদ লাভ হয়। দেওঘরের পাগল বাবা আশ্রমের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিতনন্দকিশোর মুদগল বলছেন যে চলতি বছরের ধনতেরসে এই সমৃদ্ধির যোগ অতীব নিবিড়। প্রায় ১০০ বছর পরে আবার ধনতেরস তিথিতে ২৯ অক্টোবরে ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, বৈধৃতি যোগ, ইন্দ্র যোগ এবং উত্তরফাল্গুনী নক্ষত্র যোগ গঠিত হতে চলেছে।
এই তিথিতে সন্ধ্যাবেলায় গৃহস্থের ঘরে ঘরে উপাসনা করা হয়ে থাকে সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এবং ধনদাতা দেব কুবেরের। তাঁদের আশীর্বাদেই সম্পদ লাভ হয়। দেওঘরের পাগল বাবা আশ্রমের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিতনন্দকিশোর মুদগল বলছেন যে চলতি বছরের ধনতেরসে এই সমৃদ্ধির যোগ অতীব নিবিড়। প্রায় ১০০ বছর পরে আবার ধনতেরস তিথিতে ২৯ অক্টোবরে ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, বৈধৃতি যোগ, ইন্দ্র যোগ এবং উত্তরফাল্গুনী নক্ষত্র যোগ গঠিত হতে চলেছে।
এই শুভ কাকতালীয় পাঁচ যোগের সমাহার তিন রাশির ভাগ্য বদলে দিতে চলেছে। সে কথা ব্যাখ্যা করেছেন তিনি, দেখে নেওয়া যাক একে একে।
এই শুভ কাকতালীয় পাঁচ যোগের সমাহার তিন রাশির ভাগ্য বদলে দিতে চলেছে। সে কথা ব্যাখ্যা করেছেন তিনি, দেখে নেওয়া যাক একে একে।
কর্কট- এই বছর ধনতেরস কর্কট রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে বলাই যায়। তাঁদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। হাতে টাকা আসবে। জমি, বাড়ি বা যানবাহন ক্রয়েরও সম্ভাবনা রয়েছে। পরিবারে হাসি-খুশির পরিবেশ বজায় থাকবে। আটকে থাকা টাকাও উদ্ধার হবে এই সময়ে।
কর্কট- এই বছর ধনতেরস কর্কট রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে বলাই যায়। তাঁদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। হাতে টাকা আসবে। জমি, বাড়ি বা যানবাহন ক্রয়েরও সম্ভাবনা রয়েছে। পরিবারে হাসি-খুশির পরিবেশ বজায় থাকবে। আটকে থাকা টাকাও উদ্ধার হবে এই সময়ে।
তুলা- ধনতেরসের শুভ পঞ্চযোগ তুলা রাশির জাতক জাতিকাদের উপরেও ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন তাঁরা। ব্যবসায় অর্থ বিনিয়োগ করে লাভ দ্বিগুণ হতে চলেছে। কেরিয়ারেও উন্নতি হতে চলেছে। অমীমাংসিত কাজ শেষ হওয়ার পথে এসে ঠেকবে। পদোন্নতি বা বেতনবৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। কাজের কারণে সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে।
তুলা- ধনতেরসের শুভ পঞ্চযোগ তুলা রাশির জাতক জাতিকাদের উপরেও ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন তাঁরা। ব্যবসায় অর্থ বিনিয়োগ করে লাভ দ্বিগুণ হতে চলেছে। কেরিয়ারেও উন্নতি হতে চলেছে। অমীমাংসিত কাজ শেষ হওয়ার পথে এসে ঠেকবে। পদোন্নতি বা বেতনবৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। কাজের কারণে সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে।
ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের উপরেও চলতি বছরের ধনতেরস একটি ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা প্রবল। হাতে টাকা আসবে। ব্যয় কম এবং আয় বেশি হওয়ায় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে। বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হতে চলেছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের উপরেও চলতি বছরের ধনতেরস একটি ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা প্রবল। হাতে টাকা আসবে। ব্যয় কম এবং আয় বেশি হওয়ায় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে। বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হতে চলেছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )