মুর্শিদাবাদ: দীর্ঘ পাঁচ বছর আগে বিহার থেকে নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন এক মহিলা। সোশ্যাল মিডিয়ার দৌলতে ২০১৯ সালে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে ফিরে পেল তার বাবা মা। ২০১৯ সালে বিহারের পাটনা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর লালগোলাতে এসে উপস্থিত হন। লালগোলাতেই তার খাওয়া ও থাকার ব্যবস্থা করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। অবশেষে মহিলাকে ফিরে পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা নামে মহিলার পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে মুর্শিদাবাদ জেলার লালগোলার পাহাড়পুর এলাকায় বিহারের পাটনা জেলার এক মানসিক ভারসাম্যহীন মহিলা আশ্রয় নিয়েছিলেন। নব আশ্রয় নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ওই মহিলাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এবং ওই সংস্থার উদ্যোগে ফেসবুকে ওই মহিলা সম্পর্কে ভিডিও ও তথ্য পোস্ট করা হয়। এরপরে বিহার পুলিশের নজরে আসে সেই পোস্টটি। পরবর্তীতে বিহার পুলিশের তরফ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওই পরিবার মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়ি নিয়ে যায়।
আরও পড়ুন: ভৈরব নদীতে ছুটছে একের পর এক ডিঙা! কে হল প্রথম! দেখতে ভিড় নদীর পাড়ে
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জানান, প্রিয়াঙ্কার সঙ্গে নানারকম কথা বলে জানা যায় তিনি বিহারের বাসিন্দা। অবশেষে ছবি দেখে সনাক্ত করে পরিবারের সদস্যরা মুর্শিদাবাদের লালগোলাতে এসে উপস্থিত হন। অবশেষে মেয়েকে নিয়ে ফিরে যায় পরিবার। পুলিশের উপস্থিতিতে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরিবারকে।
আরও পড়ুন: রোজের পাতে ঘি খাচ্ছেন? রান্নাতেও ঘি? এতে শরীরের ক্ষতি হচ্ছে না উপকার? যা বলছেন বিশেষজ্ঞ
প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা জানান, ২০১৯ সালে একটি দুর্ঘটনায় তিনি আঘাত প্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন প্রিয়াঙ্কা নামের ওই মহিলা। তারপরেই বাড়ি ছাড়া। অনেক খোঁজাখুজি করেও মেলেনি সন্ধান। অবশেষে আজকে সন্ধান পাওয়া পর নিজের মেয়েকে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরা। অবশেষে প্রিয়াঙ্কাকে নিয়ে গেল তার পরিবার।
কৌশিক অধিকারী