অভীক-বিরুপাক্ষর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত

RG Kar Case: বিরাট খবর! বিরুপাক্ষ-অভীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘প্রমাণিত’! তদন্ত কমিটির বড় সুপারিশ

কলকাতা: আরজি কর কাণ্ডের পর ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস ও অভীক দে-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠেছিল। এবার বিরুপাক্ষ ও অভীকের বিরুদ্ধে তদন্ত কমিটির কঠোর পদক্ষেপের ইঙ্গিত মিলল। স্বাস্থ্য দফতর নিযুক্ত তদন্ত কমিটি বিরুপাক্ষের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেল। বিভিন্ন বেনিয়ম দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িয়ে থাকার অভিযোগ বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। রাজ্যের পাঁচটি মেডিকেল কলেজের প্রিন্সিপালদের হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুধু তাই নয়, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, ছাত্র-ছাত্রী, নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। মুর্শিদাবাদে এক ব্যক্তির থেকে তিন লক্ষ টাকা নিয়ে তার সন্তানকে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করার জন্য টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। ডাক্তার অনুপম মণ্ডল নামে এক চিকিৎসককে স্বাস্থ্য দফতরে বদলির নাম করে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাত ৮টায় শিয়ালদহ থেকে শেষ লোকাল ট্রেন, ফের চালু হবে কবে? বিরাট খবর দিল রেল

বিরুপাক্ষ নীল বাতি গাড়ি চড়ে ঘুরত, যেটা বেআইনি। বিভিন্ন মেডিক্যাল কলেজে গিয়ে ঘুরে বেড়াত কোনও ছুটির দরখাস্ত না করেই। রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এফআইআর আছে। একজন অর্থনগ্ন রোগিনীর ছবি ফেসবুক পোস্টে দিয়েছিলেন বিরুপাক্ষ, এমনও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে তদন্ত কমিটির তরফে। আরও উচ্চতর তদন্তের সুপারিশ করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এদিকে, এসএসকেএম হাসপাতালে পিজিটি ডক্টর অভীক দে-র বিরুদ্ধে নানান অভিযোগ প্রমাণিত। স্বাস্থ্য দফতর নিযুক্ত তদন্ত কমিটি অভীকের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট জমা দিল। তদন্তে উঠে এসেছে অভীকের এসএসকেএম হাসপাতালে এমডি কোর্সে ভর্তি হওয়াটাই সঠিকভাবে হয়নি। রাজ্য জুড়ে থ্রেট কালচারের অন্যতম মাথা ছিলেন অভীক। পরীক্ষার ক্ষেত্রে নানান অবৈধ কার্যকলাপের সঙ্গে অভীকের যোগাযোগ প্রমাণিত। অবৈধভাবে নম্বর বাড়ানো বা কমানোর অভিযোগ অভীকের বিরুদ্ধে।