দক্ষিণবঙ্গ, পূর্ব বর্ধমান, ব্যবসা-বাণিজ্য Money Making Tips: বিনিয়োগ মাত্র ৫০ হাজার, দু’বছরে হয়ে যেতে পারে ৮ লক্ষ ১০ হাজার ! কী করে সম্ভব ? Gallery October 30, 2024 Bangla Digital Desk শুধুমাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে, দুবছরে লাভ করতে পারবেন প্রায় ৭ লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। এই চাষ করে লাভবান হতে পারবেন সকলেই ! কলা চাষ করে উপার্জন হবে লক্ষ লক্ষ টাকা। এক বিশেষ ধরনের কলা চাষ করে মোটা অংকের টাকা উপার্জন করা যেতে পারে। বর্ধমানের উপবন নামক একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে জি নাইন নামক একটি কলা গাছের চারা। এই গাছ একবার বসালেই তিন বার ফলন পাওয়া যাবে, এবং তিনবার ফলন থেকে মোট রোজগার হবে লক্ষাধিক টাকা। চাষের জন্য বিনিয়োগ করা অর্থের দশ গুণের বেশি লাভ করা যেতে পারে। এই বিষয়ে উপবন নার্সারির ভারপ্রাপ্ত গোলাম মুরতাজা বলেন, “এটা খুবই অর্থকরী একটা ফসল। এই কলার বাজারে ভালো চাহিদা রয়েছে। এই চাষ একদমই সহজ, পোকামাকড় সেভাবে লাগে না খুব বেশি পরিচর্যা করতে হয় না। তবে এই গাছগুলো লাগাতে হবে একসঙ্গে। এক বিঘা জমিতে আনুমানিক ৪৫০ টা গাছ লাগানো যায়। মাসে একবার করে স্যার প্রয়োগ করতে হবে। গাছের গোড়া সব সময় স্যাঁতসেঁতে রাখতে হবে। গাছের উচ্চতা সাত ফুট করা গেলে প্রতি কাঁদি থেকে ২০০ থেকে ২২০ পিস কলা পাওয়া যাবে। কাঁদির ওজন হবে ৪৫ কেজি। “ এই জি নাইন প্রজাতির কলাগাছ একবার বসালে তিনবার পর্যন্ত ফলন পাওয়া যাবে। এই গাছ একসঙ্গে বসালে, প্রত্যেক গাছ থেকে একসঙ্গে ফলন পাওয়া যাবে। গাছ লাগানোর সাত মাসের মধ্যে মোচা আসতে শুরু করবে, এবং এগারো থেকে বারো মাসের মধ্যে প্রথম ফলন পাওয়া যাবে। তবে দ্বিতীয় এবং তৃতীয় ফলনের সময়সীমা বলা সম্ভব নয়। কিন্তু ২৪ থেকে ২৫ মাসের মধ্যে তিনটি ফলন সম্পূর্ণ হয়ে যাবে। কলা গাছের দাম, সার, লেভার, জল সমস্ত কিছু নিয়ে সর্বাধিক ১০০ টাকা গাছ প্রতি খরচ হবে দু বছরে। আর বাজারে তিন কাঁদি কলা বিক্রি করলে ১৮০০ টাকা মতদাম পাওয়া যাবে। এই কলা প্রসঙ্গে গোলাম মুরতাজা বলেন, “বাজারে এখন এই কলার ভালো চাহিদা রয়েছে। একটা কোম্পানির ট্যাগ লাগিয়ে এই কলা ৮ থেকে ৯ টাকা পিস হিসেবে বিক্রি হয়। ভিন রাজ্য থেকে বর্ধমানের বাজারে লরি লরি এই কলা আসছে। স্থানীয় চাষিরা যদি এই চাষ করেন তাহলে তারাও এই চাষ থেকে লাভ করতে পারবেন। “ সবমিলিয়ে যদি ১০০ টাকা গাছ প্রতি দুবছরে খরচ হয়, তাহলে ৪৫০ পিস গাছের জন্য লাগবে ৪৫ হাজার টাকা। একটা গাছ থেকে তিনবার ফলন পাওয়া যাবে। এবং একটা গাছ থেকে প্রাপ্ত তিনটি কলার কাঁদির দাম হবে প্রায় ১৮০০ টাকা। তাহলে দুবছরে একটা গাছ থেকে ১৮০০ টাকা পাওয়া গেলে, ৪৫০ পিস গাছ থেকে দুবছরে পাওয়া যাবে ৮ লক্ষ ১০ হাজার টাকা।৯২৩৩৩৩৯৭৭৭ এই নাম্বারে ফোন করে আগ্রহীরা চারা সংগ্রহ করতে পারবেন। বর্ধমান থেকে চার কিলোমিটার দূরে রয়েছে এই উপবন নার্সারি।