বাঁকুড়া: খারাপ চা-এর দোকানে চা পান করলেই পাবেন দীপাবলীর মাটির প্রদীপ। চায়ে চুমুক দিলেই পাবেন মাটির প্রদীপ, আর যা কাজে লাগবে দীপাবলিতে। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিন্তু আপনাকে চা পান করতে যেতে হবে শুভেন্দুর ’খারাপ’ চায়ের দোকানে। চমকে গেলেন!
দোকানের নাম এমন হলেও কিন্তু মন মাতানো চায়ের স্বাদ। দীপাবলীর আগে সেই চায়ের স্বাদ পেতে মাটির ভাড়ে চুমুক দিলেই মিলবে দীপাবলীর মাটির প্রদীপ। নিজের চায়ের দোকানের অভিনব নামকরণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বাঁকুড়ার ছাতনার দুবরাজপুর মোড়ের খারাপ চা’য়ের দোকানের মালিক শুভেন্দু। এবার তাঁর দোকানে চা পান করলে উপহারস্বরূপ একটি মাটির প্রদীপ তুলে দেওয়া হচ্ছে চা প্রেমীদের।
আরও পড়ুন: ভয়ঙ্কর কঠিন সব রোগে ভুগছেন সলমান-ক্যাটরিনা-রণবীর-অনুষ্কা, এসব নিয়ে কেউ খোঁজই রাখে না!
চায়ের সঙ্গে প্রদীপ উপহার পেতে ভিড় জমছে খারাপ চায়ের দোকানে। ঝলমলে টুনি লাইটের ভিড়ে মাটির প্রদীপের আলোর শুদ্ধতা ফিরিয়ে দিতেই এমনই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্কৃত অনার্স, ডি.এল.এড ডিগ্রিধারী দোকান মালিক শুভেন্দু চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের ভয়! শিয়ালদহ থেকে ১৯০ লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা
যাবেন নাকি খারাপ চায়ের দোকানে মাটির ভাড়ে চা খেতে ? তবে চা খেলে মাটির প্রদীপ উপহার নিতে ভুলবেন না কিন্তু। সবাই শুভেন্দুকে খারাপ বলত। ছোটবেলা থেকে ডানপিটে এই ছেলে, দুষ্টুমি কম করেনি। শিক্ষিত হওয়ার পর চাকরি যখন পায়নি তখনও অনেকেই কটাক্ষ করে খারাপ বলেছে শুভেন্দুকে। সেই কারণেই মনের জেদকে পাথেয় করে চায়ের দোকান খোলেন শুভেন্দু।
অভিমানী শুভেন্দু নাম রাখেন ‘খারাপ’ চায়ের দোকান। বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় চায়ের দোকান এখন এই খারাপ চায়ের দোকান। নাম খারাপ হলেও স্বাদ দুর্দান্ত। আর সেখানেই পাওয়া যাচ্ছে চায়ে চুমুকের সঙ্গে মাটির প্রদীপ।
নীলাঞ্জন ব্যানার্জী