জ্যোতিষকাহন, পশ্চিম বর্ধমান Bhoot Chaturdashi 2024: ১৪ শাক-১৪ বাতি তো থাকেই, ভূত চতুর্দশীতে স্নানের সময় করুন ৩০ সেকেন্ডের এই কাজ! জীবনে যা চাইবেন, সব পাবেন Gallery October 24, 2024 Bangla Digital Desk *ভূত চতুর্দশীতে ১৪ শাক খাওয়া এবং ১৪ বাতি দেওয়ার নিয়ম রয়েছে। অনেকেই অকাল মৃত্যু ঠেকাতে এদিন যমরাজের উদ্দেশ্যে দ্বীপদান করেন। *কিন্তু এদিন মহাকাল অর্থাৎ ভগবান শিবের উপাসনা করলে সুফল পাওয়া যায়। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয়, এদিন ভোলেনাথের পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছাপূরণ হয়। *বিশিষ্ট জ্যোতিষ ও তন্ত্রসাধক জগন্নাথ শাস্ত্রী বলেন, ভূত চতুর্দশীর দিন ভগবান শিবের উপাসনা অত্যন্ত উপকারী। এদিন স্নান সেরে উপবাস করে ভক্তিভরে ভগবান শিবের পুজো করতে হয়। তারপর মহাদেবের কাছে জানাতে হয় নিজের মনস্কামনা। *এমনটা করলে কেটে যায় অকাল মৃত্যুর ভয়। জীবনে সুখ, শান্তি, সম্পদের কোনও অভাব হয় না। আতর মিশ্রিত জলে ভগবান শিবের অভিষেক করলে সাধকের শুক্র মজবুত হয়। অর্থ সংকট কেটে যায়। *তিনি জানিয়েছেন, এদিন অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। তিলের তেল মেখে স্নান করতে পারলে ফল আরও ভাল পাওয়া যায়। এদিন অবশ্যই দ্বীপদান করুন। কিন্তু এদিন ভুল করেও কালো পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে বলেছেন।