সিভিয়ার সাইক্লোন, ‘দানার আতঙ্কে’ তটস্থ কলকাতা! বিপদ ঘনিয়ে আসতে পারে চিড়িয়াখানাতেও? দুশ্চিন্তায় কর্তৃপক্ষ

Cyclone Dana Update: সিভিয়ার সাইক্লোন, ‘দানার আতঙ্কে’ তটস্থ কলকাতা! বিপদ ঘনিয়ে আসতে পারে চিড়িয়াখানাতেও? দুশ্চিন্তায় কর্তৃপক্ষ

কলকাতা: মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দানা। ২৪ অক্টোবর মধ্যরাত থেকে আগামিকাল সকালের মধ্যে সিভিয়ার সাইক্লোন হিসেবে ল‍্যান্ডফলের সম্ভাবনা। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ড ফল করার প্রবল সম্ভাবনা। যার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও।

দানা আতঙ্কে তটস্থ ধামারা থেকে দীঘা। আতঙ্কে ভুগছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষও। তীব্র ঘূর্ণিঝড়ে চিড়িয়াখানায় পশুপাখিদের নিরাপত্তা নিয়েই দুশ্চিন্তায় কর্তৃপক্ষ। জরুরী ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে।

আরও পড়ুন: ল‍্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে

সতর্ক থাকতে বলা হয়েছে পশু চিকিৎসক থেকে চিড়িয়াখানার কর্মীদেরও। গাছপালা ভেঙে এনক্লোজারে পড়া কিংবা বৈদ্যুতিন তারে গাছ ভেঙে শর্ট সার্কিট হওয়ার মতো একাধিক সমস‍্যা দেখা দিতে পারে ঝড়ের সময় এবং ঝড়ের পরে। তাই একরকম আতঙ্কে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কুকারের সিটি বাজার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে জল, চাল, ডাল! ঢাকা লাগানোর আগে শুধু করুন ছোট্ট কাজ…ঝামেলা থেকে মুক্তি

দানার প্রভাবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা। তবে কলকাতাতেও এর আংশিক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধেতে শহরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার৷