বাঁকুড়া : বাঁকুড়া এবং বড়জোড়ায় দু দুটি “সিভিল ডিফেন্স রেসকিউ ট্রাক” মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। দানা ঝড়ের ফলে কোনও ক্ষতি হলেই এই ট্রাক এবং ভলেন্টিয়াররা ঝাঁপিয়ে পড়বেন উদ্ধার কাজে। প্রতিটি গাড়িতে মোতায়েন করা হয়েছে ১০ থেকে ১৫ জন করে ভলেন্টিয়ারকে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করতে দেওয়া হয়েছে বিশেষ সরঞ্জাম যেমন, লাইফ জ্যাকেট, গাছ কাটার “চেইন স”, টিউব এবং ইলেকট্রিক তার মাটিতে পরে গিয়ে বিপদজনক পরিস্থিতি তৈরি হলে সেটা মোকাবিলা করতেও প্রযুক্তির সঙ্গে প্রস্তুত বাঁকুড়া। এছাড়াও কেউ জলে ডুবে গেলে থাকছে মোবাইল স্পিড বোট। দানার কথা মাথায় রেখে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি এবং প্ল্যানিং। বাঁকুড়াতে মোতায়েন রয়েছেন ২৪ জন ভলেন্টিয়ার। বাঁকুড়ার পুয়াবাগানে হয়েছে হেডকোয়ার্টার। অপরদিকে বড়জোড়ায় রয়েছেন ৬ জন ভলেন্টিয়ার।
রেকর্ড এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাঁকুড়ার বড়জোড়ায় ঝড়ের প্রভাব পড়ে সব থেকে বেশি, সেই কারণে বড়জোড়ায় একটি এবং শহরাঞ্চলে একটি গাড়ি সঙ্গে নয় জন করে মোট ৩০ জন ভলেন্টিয়ার নিযুক্ত রয়েছেন। ২৪/৭ অর্থাৎ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই তৎপর থাকে এই বিভাগ, তবে দানার কারণে আগে থেকেই শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। যদিও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলা এবং উপকূলবর্তীএলাকায় দানার প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে জানা গেছে।
আরও পড়ুন : ‘দানা’-র দুর্যোগ-ভয় দানা বেঁধেছে বাঁকুড়ায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় যা করা হল অভাবনীয়!
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। দানা সতর্কতা ও মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য। তৈরি বিপর্যয় মোকাবিলা দফতরও। রাজ্য সরকারের পাশাপাশি দলীয়ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন সিমলাপাল ব্লক তৃণমূলও। দলের সিমলাপাল ব্লক সভাপতি তথা তালডাংরা বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহ বলেন, “বিপর্যস্ত মানুষের পাশে আছি। দলের পক্ষ থেকে সিমলাপালে ২৪ ঘন্টার হেল্প লাইন খোলা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার যেকোন পরিস্থিতিতে 6294659828 হেল্প লাইন নাম্বারে ফোন করলেই সাহায্য মিলবে বলে তিনি জানান।”
আরও পড়ুন : শীতের আগেই শীত? আচমকা কুয়াশাচ্ছন্ন জঙ্গল দেখে প্রশ্ন গ্রামবাসীদের, কোথায়?
ইংরেজিতে একটা কথা আছে। “প্রিকশন ইজ বেটার দেন কিওর।” অর্থাৎ আগে থেকে প্রস্তুতি নিয়ে নিলে নিরাময়ের প্রয়োজন পড়ে না। এই কথাতেই বিশ্বাস করছে বাঁকুড়া প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে যেকোনওদুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে সব সময় প্রস্তুত রয়েছে বাঁকুড়ার আপাতকালীন সুরক্ষা দফতর।
নীলাঞ্জন ব্যানার্জী