পাঁচমিশালি Knowledge Story: বলুন তো, কোন মাছ লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী হতে পারে? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ Gallery October 24, 2024 Bangla Digital Desk আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে। সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি যার- উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। বলুন তো, কোন মাছে পুরুষ থেকে মহিলা হতে পারে? প্রাণিজগতে বৈচিত্র্যের শেষ নেই। বৈজ্ঞানিক গবেষণার নিত্যনতুন ফলাফল রীতিমতো চমকে দেয় আমাদের। জনপ্রিয় ও সুস্বাদু কোরাল মাছের একটি বৈশিষ্ট্যও মৎস্যবিজ্ঞানীদের কৌতূহলী করে তুলেছে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, কোরাল মাছ জন্মায় উভলিঙ্গ পরিচয় নিয়ে। এরপর পুরুষ হিসেবে বাড়ে। আর বয়সকালে পরিণত হয় নারীতে। যদিও এই রূপান্তর কীভাবে ঘটে, বিজ্ঞানীদের কাছে এখনো তা পরিষ্কার নয়। এছাড়া,ক্লাউন ফিশ নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারে। ক্লাউনফিশের দলগুলি একটি মহিলা দ্বারা পরিচালিত হয়, অন্যদিকে সেকেন্ড-ইন-কমান্ড মাছটি পুরুষ। নেতার মৃত্যু হলে, পরবর্তী সারির পুরুষ নেতা হওয়ার জন্য একজন মহিলাতে পরিবর্তিত হয়। দৃঢ়ভাবে রক্ষণাবেক্ষণ করা শ্রেণিবিন্যাস সংঘর্ষ এড়াতে এবং একটি সুস্থ জীবনকে সহজতর করতে সাহায্য করে। কোরাল বা ক্লাউনফিশই একমাত্র নয়, প্রকৃতপক্ষে প্রায় ৫০০ মাছের প্রজাতি প্রাপ্তবয়স্ক হিসাবে তাদের লিঙ্গ পরিবর্তন করে! যুক্তরাজ্যের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী অধ্যাপক স্টিফানো মারিয়ানি দীর্ঘদিন ধরে মাছের এই অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন। তাঁর মতে, লিঙ্গ পরিবর্তনে মাছের পারদর্শিতা প্রাণিজগতে সবাইকে ছাপিয়ে যায়। গবেষণায় তিনি দেখতে পেয়েছেন, মাছেরা নিজেদের অ্যান্ড্রোজেন হরমোনকে দ্রুতই অ্যাসট্রোজেনিক হরমোনে রূপান্তর করতে পারে। এর ফলে তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে।