দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Cyclone Dana Updates: ‘দানা’-র প্রভাবে একী অবস্থা দিঘার! নদী ও সমুদ্র বাঁধ নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ, পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন Gallery October 24, 2024 Bangla Digital Desk দিঘা: সময় যত বাড়ছে ততই আবহাওয়ার পরিস্থিতি অবনতির দিকে। বাড়ছে হাওয়ার গতিবেগ। উত্তাল হয়ে উঠছে নদী ও সমুদ্র। জেলা জুড়ে নদী ও সমুদ্র বাঁধ নিয়ে বাড়তি তৎপরতা জেলা প্রশাসনের। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড় আঘাত আনবে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার উপকূলে। ঘূর্ণিঝড় ওড়িশার উপকূলে আঘাত আনলেও এর প্রভাব সবথেকে বেশি পড়েছে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে ২৫ অক্টোবর শুক্রবার ভোরের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়বে উপকূলে। আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘন্টায় ১২০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড় ওড়িশার ধামরা ও ভিতরকণিকার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় ওড়িশায় আছড়ে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলায় এর প্রভাব থাকবে। উপকূলবর্তী এই জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, বইছে দমকা ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। নদী ও সমুদ্র বাঁধ নিয়ে তৎপরতা লক্ষ্য করা গেল প্রশাসনের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র ও নদী বাঁধ মিলিয়ে এই মুহূর্তে চারটি জায়গা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে। রামনগর এক ব্লকের একটি সমুদ্র বাঁধ। নন্দীগ্রামের একটি নদী বাঁধ। সুতাহাটায় হুগলি নদীর বাঁধ। এবং মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া এলাকায় রূপনারানের বাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধগুলিতে প্রশাসনের পক্ষ থেকে কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে জল না প্রবেশ করতে পারে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত না বাঁধগুলিতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনও দিকে ক্ষতিগ্রস্ত বাঁধগুলি নিয়ে ঘুম উড়েছে উপকূলবর্তী এলাকার মানুষজনদের, ‘রূপনারায়ণের তীরবর্তী বাড় অমৃতবেড়িয়া ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে এলাকাবাসী জানান, দু’মাস আগে কোটালের রূপনারায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় প্রাথমিকভাবে মেরামতি করা হয়েছিল। কিন্তু পুরোপুরি কাজ হয়নি। সময় যত গড়াচ্ছে দানার প্রভাব আরও ভালোভাবে পড়তে শুরু করেছে জেলায়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উপকূলবর্তী জনজীবনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে তৎপর। উপকূলবর্তী এলাকায় চলছে লাগাতার মাইকিং। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে আশ্রয় শিবিরে। উত্তাল সমুদ্র রীতিমত আঁতকে ওঠার মত। সব মিলিয়ে দানার দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী অঞ্চলে সজাগ দৃষ্টি প্রশাসনের। (প্রতিবেদন- সৈকত শী)