যে জল্পনা চলছিল সেটাই সত্যি হল।গতবারের চ্যাম্পিয়ন অধিনা শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল কেকেআর। আইপিএলের ইতিহাসে প্রথমবার এমনটা ঘটল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল অধিনায়ককে রিলিজ করল।

KKR News: রেগে লাল কেকেআর অধিনায়ক! করে দিলেন বড় মন্তব্য! কী হল শ্রেয়স আইয়ারের

সামনেই আইপিএলের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। প্রতিটি দল নিয়ে চলছে জোর জল্পনা। তার আগে বেজায় চটেছেন কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। কড়া ভাষায় উত্তরও দিয়েছেন তিনি।
সামনেই আইপিএলের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। প্রতিটি দল নিয়ে চলছে জোর জল্পনা। তার আগে বেজায় চটেছেন কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। কড়া ভাষায় উত্তরও দিয়েছেন তিনি।
ভারতীয় দল থেকে দূরে থাকায় বর্তমানে ঘরোয়া ক্রিকেট খেলছেন শ্রেয়স আইয়ার। সম্প্রতি মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলেছেন ১৪২ রানের ঝকঝকে ইনিংস। তারপরই জানা যায় ত্রিপুরার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবেন না তিনি।
ভারতীয় দল থেকে দূরে থাকায় বর্তমানে ঘরোয়া ক্রিকেট খেলছেন শ্রেয়স আইয়ার। সম্প্রতি মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলেছেন ১৪২ রানের ঝকঝকে ইনিংস। তারপরই জানা যায় ত্রিপুরার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবেন না তিনি।
এই খবর সামনে আসার পরই তৈরি হয় নতুন জল্পনা। শোনা যায় চোটের কারণে খেলবেন না শ্রেয়স। সৌজন্যে এক ক্রিকেট ইনফ্লুয়েন্সার। শ্রেয়সের সরে দাঁড়ানোর খবর জানানোর পাশাপাশি তাতে জুড়ে দেন যে কাঁধের চোটের কারণে আদতে খেলতে পারছেন না তিনি।
এই খবর সামনে আসার পরই তৈরি হয় নতুন জল্পনা। শোনা যায় চোটের কারণে খেলবেন না শ্রেয়স। সৌজন্যে এক ক্রিকেট ইনফ্লুয়েন্সার। শ্রেয়সের সরে দাঁড়ানোর খবর জানানোর পাশাপাশি তাতে জুড়ে দেন যে কাঁধের চোটের কারণে আদতে খেলতে পারছেন না তিনি।
এরপরই বেজায় চটে যান শ্রেয়স আইয়ার। তার নামে ভূঁয়ো খবর ছড়ানোর অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রেয়স স্বয়ং। ঐ পোস্টটির জবাবে তিনি লেখেন, “পরের বার কোনো খবর প্রকাশ করার আগে একটু হোমওয়ার্ক করে নেবেন।”
এরপরই বেজায় চটে যান শ্রেয়স আইয়ার। তার নামে ভূঁয়ো খবর ছড়ানোর অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রেয়স স্বয়ং। ঐ পোস্টটির জবাবে তিনি লেখেন, “পরের বার কোনো খবর প্রকাশ করার আগে একটু হোমওয়ার্ক করে নেবেন।”
শ্রেয়স জানিয়েছেন, “বাইরে যে যাই ভাবুক, আমাকে নিজের শরীরের কথা শুনতে হবে। কারণ আমি শেষ কয়েকটা বছরে জেনেছি আমার শরীর কতটা সহ্য করতে পারে। সেই অনুযায়ী আমি সঠিক সিদ্ধান্তই নেব। আশা রাখবো আমার দল’ও আমার পাশে দাঁড়াবে।”
শ্রেয়স জানিয়েছেন, “বাইরে যে যাই ভাবুক, আমাকে নিজের শরীরের কথা শুনতে হবে। কারণ আমি শেষ কয়েকটা বছরে জেনেছি আমার শরীর কতটা সহ্য করতে পারে। সেই অনুযায়ী আমি সঠিক সিদ্ধান্তই নেব। আশা রাখবো আমার দল’ও আমার পাশে দাঁড়াবে।”
আদতে ওয়ার্ক লোড ম্যানেজের জন্যই ত্রিপুরা ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন শ্রেয়স আইয়ার। বিষয়টি মানছে মুম্বই ক্রিকেট সংস্থাও। শ্রেয়সের আবেদন মঞ্জুর করেছে তারা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরী বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও।
আদতে ওয়ার্ক লোড ম্যানেজের জন্যই ত্রিপুরা ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন শ্রেয়স আইয়ার। বিষয়টি মানছে মুম্বই ক্রিকেট সংস্থাও। শ্রেয়সের আবেদন মঞ্জুর করেছে তারা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরী বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও।