পালপাড়ার মহিলারা তৈরি করেন মাটির প্রদীপ

Alipurduar News: আসছে দীপাবলি, মুখে হাসি ফুটছে মাটির প্রদীপ তৈরির কারিগর পালপাড়ায় মহিলাদের

আলিপুরদুয়ার: এই গ্রামের মহিলারা তৈরি করেন মাটির প্রদীপ। বংশ পরম্পরায় তাঁরা তৈরি করেন মাটির প্রদীপ। জটেশ্বরের পালপাড়ায় গেলে দেখা যায় এই ছবি। আর কিছুদিন পরেই আলোর উৎসব দীপাবলি। মানুষের ঘরবাড়ি সেজে উঠবে আলোর মালা দিয়ে। বর্তমানে দেখা যাচ্ছে আলোর উৎসবে রয়েছে প্রদীপের চাহিদা। সেই মোতাবেক জটেশ্বর পালপাড়ায় মহিলারা ব্যস্ত মাটির প্রদীপ তৈরি করতে।

এই পালপাড়া এলাকার পুরুষেরা শুধু তৈরি করেন মাটির প্রতিমা। মহিলারা ব্যস্ত থাকেন মাটির প্রদীপ, হাঁড়ি তৈরির কাজে। তারা এগুলি নিয়ে বিভিন্ন হাটে হাটে ফেরি করেন। এবিষয়ে মাটির প্রদীপ প্রস্তুতকারক পুষ্প পাল জানান, “আগের তুলনায় কালীপুজোর সময় মাটির প্রদীপের চাহিদা বেড়েছে। রংবেরঙের আলো যতই থাকুক মাটির প্রদীপের বিকল্প কিছু হয় না। তাই মানুষ কালীপুজোর দিন মাটির প্রদীপেই আস্থা রাখছে।আমাদের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, দেখে ভাল লাগছে।”

আরও পড়ুন: আসল রোজগারই বাঁশ! ছট পুজোর আগে চরম ব্যস্ত পুরো একটা গ্রাম

আরও পড়ুন: বিশাল বাজ পাখির ডানা! যে যেখানে দাঁড়িয়ে! বিশেষ থিম ফালাকাটার কালীপুজোয়

পুষ্প পাল একাই নন, আরও মহিলারা কাজ করেন তার অধীনে। কালীপুজোয় প্রদীপ জ্বালানোর প্রচলন আজকের না বহু প্রাচীন। কিন্তু ধীরে ধীরে কালীপুজোয় প্রদীপ জ্বালানোর চল কমে এসেছিল। কিন্তু আবারও ধীরে ধীরে প্রদীপের শিখা প্রাণ ফিরে পাচ্ছে দীপাবলি উৎসবে। ফলে জটেশ্বরের পালপাড়ায় ব্যস্ততা মাটির প্রদীপ তৈরিতে। প্রতিবছর দুর্গাপুজোর পর থেকেই মাটির প্রদীপ তৈরীর অর্ডার আসে দীপাবলি উপলক্ষে। বিগত বছরগুলিতে উত্তরোত্তর বাড়ছে প্রদীপ তৈরির অর্ডার।

Annanya Dey