প্রতিকী ছবি

Awas Yojana Apply: আবাস যোজনায় ঘর পেতে চান…? কী কী ‘নথি’ লাগবে জানেন? দেখে নিন তালিকা! দ্রুত জানুন! সরকার শুরু করে দিয়েছে সমীক্ষা

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের আগেই শুরু হয়ে গেল আবাস যোজনা প্রকল্পের কাজ! প্রয়োজনীয় এই প্রামাণ্য নথিগুলি হাতের কাছে না রাখলে প্রাপ্য ঘর পেতে বড়সড় অসুবিধার সম্মুখীন হতে পারে আপনাকেও। তাই সতর্ক থাকুন এখন থেকেই, যখন তখন আপনার বাড়িতেও প্রশাসনিক আধিকারিকদের দেখা মিলতে পারে!

সম্প্রতি প্রশাসনের তরফে জেলায় জেলায় শুরু হয়েছে সার্ভে ও জিও ট্যাগিং এর কাজ। জলপাইগুড়িতেও দেখা গেল একই ছবি। জেলার বিভিন্ন ব্লকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে সহ জিও ট্যাগিং এর কাজ শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

আরও পড়ুন: কবে থামবে ঝড়-বৃষ্টি-দুর্যোগ…? মাটি হবে কালীপুজো? IMD দিয়ে দিল ‘নতুন’ আপডেট! কী হতে চলেছে শনি-রবি-সোম?

সম্প্রতি ময়নাগুড়ি ব্লকের রাম সাই অঞ্চলে করা হয় সার্ভের কাজ। যাদের নাম আগে থেকেই উপভোক্তার তালিকায় রয়েছে। সেই তালিকার নাম ধরে ধরে বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি কর্মীরা।বাস্তবে ঘর প্রাপক কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

মূলত, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, ১০০ দিনের জব কার্ড, ফোন নম্বর — এই তথ্যগুলি সংগ্রহ করছেন প্রশাসনিক কর্মীরা। বর্তমান বাড়ির ছবিও তোলা হচ্ছে। সরকারি সফটওয়্যারে সেই ছবি আপলোড করা হচ্ছে। জেলা জুড়ে ২১ তারিখ থেকে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রশাসনিক স্তরের এই সমীক্ষা প্রক্রিয়া শেষ হবে ৩০ অক্টোবর।

সুরজিৎ দে