পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাঁথিতে৷

Accident: দানার দুর্যোগের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা! কাঁথিতে তুলকালাম, পুলিশের গাড়ি উল্টে দিল ক্ষুব্ধ জনতা

কাঁথি: মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড পূর্ব মেদিনীপুরের কাঁথিতে৷ বেপরোয়া লরির পিষে দিল মোটরসাইকেল আরোহী যুবককে৷ এর পর পুলিশ মৃতদেহ উদ্ধারে এলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ৷ ভাঙচুর করে উল্টে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কাঁথির এসডিপিও৷

এ দিন সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে কাঁথির মারিশদা এলাকায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূপতিনগরের সঙ্গে সংযোগকারী এগরা কালিনগর রাস্তা ধরে যাচ্ছিল একটি মোটরসাইকেল৷ সুকুনিয়া এলাকায় আচমকাই বেপরোয়া গতিতে আসা একটি লরির পিছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল চালক৷ তাঁকে পিষে দেয় ওই লরিটি৷

আরও পড়ুন: ভোর চারটেয় উঠে হাঁটতে বেরোতেন, হঠাৎ কেন মর্নিং ওয়াক বন্ধ করলেন প্রধান বিচারপতি?

ঘটনার পরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ লরি ফেলে পালিয়ে যায় চালক৷ খবর পেয়ে ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷ অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে লরি সহ যানবাহন চলাচল করলেও কোনও পদক্ষেপ করে না পুলিশ৷

ক্ষুব্ধ জনতা পুলিশেরই দুটি গাড়িতে ভাঙচুর চালায়৷ পুলিশের দুটি গাড়ি উল্টেও দেওয়া হয়৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান কাঁথির এসডিপিও৷ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম দিব্যেন্দু কর (৪০)৷ তিনি ভূপতিনগর থানা এলাকার উত্তর বিজয়নগরের বাসিন্দা৷