কলকাতা, দক্ষিণবঙ্গ IMD Cyclone Dana Update: দুর্বল হলেও এখনও ভয়ঙ্কর দানা! কলকাতা-সহ বহু জেলায় বৃষ্টির তাণ্ডবের ইঙ্গিত, রেহাই কবে? Gallery October 25, 2024 Bangla Digital Desk পূর্বাভাস অনুযায়ী আজ ভোরে ধামরার কাছে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। কিন্তু দানা যেমন ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ার কথা ছিল, তা হয়নি। প্রতীকী ছবি। দানার তীব্রতা কম হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও অপেক্ষাকৃত কম হয়েছে। তবে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় দানা। প্রতীকী ছবি। তবে দুর্বল হলেও বিপদ কাটেনি দানার। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রতীকী ছবি। শুক্রবার প্রবল বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি। আগামিকাল, অর্থাৎ শুক্রবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টি হলে ফের বহু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতীকী ছবি। আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। প্রতীকী ছবি।