শিশুদের পড়াশোনায় আগ্রহী করার টিপস। প্রতীকী ছবি।

Parenting Tips: সন্তানের পড়াশোনায় কোনও মন নেই? সামনেই ফাইনাল পরীক্ষা, তার আগে জবরদস্ত টিপস দিলেন মনোবিদ

*সন্তানকে নিয়মিত পড়াশোনায় আগ্রহী করতে চান প্রতিটি বাবা মা-ই। শিশুরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হলে অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠে।
*সন্তানকে নিয়মিত পড়াশোনায় আগ্রহী করতে চান প্রতিটি বাবা মা-ই। শিশুরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হলে অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠে।
*পড়াশোনায় আগ্রহ না থাকা শিশুদের স্বাভাবিক ঘটনা। সেইজন্য শিশুকে পড়াশোনায় আগ্রহী করতে মা-বাবা কিংবা অভিভাবককে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
*পড়াশোনায় আগ্রহ না থাকা শিশুদের স্বাভাবিক ঘটনা। সেইজন্য শিশুকে পড়াশোনায় আগ্রহী করতে মা-বাবা কিংবা অভিভাবককে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
*শিশু পড়াশোনা করতে না চাইলে তাকে জোর কিংবা বিরক্ত করা বা নির্দেশ করার পরিবর্তে ইতিবাচক কথা বলে আকৃষ্ট করার চেষ্টা করুন। যে জিনিসটি শিখতে শিশুর আগ্রহ বেশি সেটির প্রশংসা করুন।
*শিশু পড়াশোনা করতে না চাইলে তাকে জোর কিংবা বিরক্ত করা বা নির্দেশ করার পরিবর্তে ইতিবাচক কথা বলে আকৃষ্ট করার চেষ্টা করুন। যে জিনিসটি শিখতে শিশুর আগ্রহ বেশি সেটির প্রশংসা করুন।
*পড়াশোনায় অনাগ্রহী হলে তিরস্কার করবেন না। এই চেয়ে কৌশল করে তিরস্কারের পরিবর্তে পুরস্কার অনেক বেশি কার্যকরী। তাই শিশুর পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিটি কাজে লাগান।
*পড়াশোনায় অনাগ্রহী হলে তিরস্কার করবেন না। এই চেয়ে কৌশল করে তিরস্কারের পরিবর্তে পুরস্কার অনেক বেশি কার্যকরী। তাই শিশুর পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিটি কাজে লাগান।
*শিশুরা শেখানোর কৌশলে পরিবর্তন আনতে পারেন। শিশু বই পড়ানোর পাশাপাশি ভিডিও, আকর্ষণীয় তথ্য বা গল্প-ভিত্তিক পদ্ধতির মতো ভিজ্যুয়ালের মাধ্যমে শেখাতে পারেন।
*শিশুরা শেখানোর কৌশলে পরিবর্তন আনতে পারেন। শিশু বই পড়ানোর পাশাপাশি ভিডিও, আকর্ষণীয় তথ্য বা গল্প-ভিত্তিক পদ্ধতির মতো ভিজ্যুয়ালের মাধ্যমে শেখাতে পারেন।
*মনোবিদ নীলাঞ্জনা পান জানান, আগে খেয়াল করুন, শিশু কীভাবে শিখতে পছন্দ করছে। সেভাবেই তাকে শেখাতে পারেন। এতে সে বিরক্ত না হয়ে শিখতে চেষ্টা করবে।
*মনোবিদ নীলাঞ্জনা পান জানান, আগে খেয়াল করুন, শিশু কীভাবে শিখতে পছন্দ করছে। সেভাবেই তাকে শেখাতে পারেন। এতে সে বিরক্ত না হয়ে শিখতে চেষ্টা করবে।