ক্রিটার কন্ট্রোলের বন্যপ্রাণী প্রশিক্ষণ ব্যবস্থাপক মেগ পিয়ারসন বলেন, "লম্বা ঘাস, জেসমিন, সাইপ্রেসের মতো গাছ শিকারীদের থেকে সাপকে আড়াল দেয়। আর শিকার ধরতে সুবিধা।" খুব লম্বা ঘাস জাতীয় গাছ সাপকে শিকারের সময় লুকিয়ে থাকতে দেয়। নিয়মিত তাই বাড়ির লন কাটতে ভুলবেন না যাতে ঘাস ও ঝোপ সর্বদা ছোট থাকে।"

How To Get Rid Of Rats: সাপের যম, বাড়িতে রাখুন এই জিনিস, ঘরের ত্রিসীমানাতেও আসতে পারবে না

দানার প্রভাবে রাজ্য জুড়ে সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে৷ আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আর বৃষ্টি হলেই শুরু হয় সাপের উপদ্রব৷
দানার প্রভাবে রাজ্য জুড়ে সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে৷ আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আর বৃষ্টি হলেই শুরু হয় সাপের উপদ্রব৷
সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাও বৃষ্টির পর অনেকটা বৃদ্ধি পায়৷ তার জন্য অনেকেই বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখে৷ তবে কেবল অ্যাসিড না আরও সহজ পদ্ধতিতে সাপকে দূর করা যায়৷
সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাও বৃষ্টির পর অনেকটা বৃদ্ধি পায়৷ তার জন্য অনেকেই বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখে৷ তবে কেবল অ্যাসিড না আরও সহজ পদ্ধতিতে সাপকে দূর করা যায়৷
বাড়ির চারপাশে বেতের বেড়া লাগিয়ে রাখুন৷ এতে অনেকেই বিশ্বাস করে সাপ আপনার বাড়ির চারপাশ থেকে পালিয়ে যাবে৷
বাড়ির চারপাশে বেতের বেড়া লাগিয়ে রাখুন৷ এতে অনেকেই বিশ্বাস করে সাপ আপনার বাড়ির চারপাশ থেকে পালিয়ে যাবে৷
সাপ একেবারেই বেত গাছের গন্ধ পছন্দ করে না৷ এ কারণে সে নিজেই পালিয়ে যায়৷
সাপ একেবারেই বেত গাছের গন্ধ পছন্দ করে না৷ এ কারণে সে নিজেই পালিয়ে যায়৷
তাছাড়াও বেত গাছের কাণ্ড ও পাতায় কাঁটা থাকে৷ সাপ এর কাছে আসতে চাইলে ভুল বশত বেড়াটিকে আঁকড়ে ধরে৷ কাঁটা ফুটে মারা যায়৷
তাছাড়াও বেত গাছের কাণ্ড ও পাতায় কাঁটা থাকে৷ সাপ এর কাছে আসতে চাইলে ভুল বশত বেড়াটিকে আঁকড়ে ধরে৷ কাঁটা ফুটে মারা যায়৷
তাছাড়াও বেত গাছের কাণ্ড ও পাতায় কাঁটা থাকে৷ সাপ এর কাছে আসতে চাইলে ভুল বশত বেড়াটিকে আঁকড়ে ধরে৷ কাঁটা ফুটে মারা যায়৷
তাছাড়াও বেত গাছের কাণ্ড ও পাতায় কাঁটা থাকে৷ সাপ এর কাছে আসতে চাইলে ভুল বশত বেড়াটিকে আঁকড়ে ধরে৷ কাঁটা ফুটে মারা যায়৷
বৃক্ষ বিশেষজ্ঞ মালদা জানিয়েছেন, পাহাড়ে সাপের  উপদ্রব খুব বেশি হয়৷ তাঁরা ঘরের চারপাশে বেতের বেড়া লাগিয়ে রাখেন৷ এর ফলে সাপকে ঠেকানো সহজ হয়৷
বৃক্ষ বিশেষজ্ঞ মালদা জানিয়েছেন, পাহাড়ে সাপের উপদ্রব খুব বেশি হয়৷ তাঁরা ঘরের চারপাশে বেতের বেড়া লাগিয়ে রাখেন৷ এর ফলে সাপকে ঠেকানো সহজ হয়৷
তাই আপনিও বর্ষাতে সাপকে ঠেকাতে ঘরের চারপাশে বাঁশের বেড়া লাগিয়ে রাখুন৷ সাপ বাড়ির ত্রিসীমানাতেও আসবে না৷
তাই আপনিও বর্ষাতে সাপকে ঠেকাতে ঘরের চারপাশে বাঁশের বেড়া লাগিয়ে রাখুন৷ সাপ বাড়ির ত্রিসীমানাতেও আসবে না৷