ঘূর্ণিঝড় দানার তাণ্ডবের আশঙ্কায় পর্যটকদের দিঘা ছেড়ে চলে আসার নির্দেশ দিয়েছিল প্রশাসন৷ গত দু তিন দিন হোটেলগুলিতেও নতুন করে বুকিং নেওয়া বন্ধ ছিল৷ এমন কি, আগে থেকে বুকিং থাকলেও তা বাতিল করা হয়৷

Digha hotel booking: কেটে গেল দানার ফাঁড়া, দিঘায় আবার কবে থেকে হোটেল বুকিং শুরু? এল বড় আপডেট

ঘূর্ণিঝড় দানার তাণ্ডবের আশঙ্কায় পর্যটকদের দিঘা ছেড়ে চলে আসার নির্দেশ দিয়েছিল প্রশাসন৷ গত দু তিন দিন হোটেলগুলিতেও নতুন করে বুকিং নেওয়া বন্ধ ছিল৷ এমন কি, আগে থেকে বুকিং থাকলেও তা বাতিল করা হয়৷
ঘূর্ণিঝড় দানার তাণ্ডবের আশঙ্কায় পর্যটকদের দিঘা ছেড়ে চলে আসার নির্দেশ দিয়েছিল প্রশাসন৷ গত দু তিন দিন হোটেলগুলিতেও নতুন করে বুকিং নেওয়া বন্ধ ছিল৷ এমন কি, আগে থেকে বুকিং থাকলেও তা বাতিল করা হয়৷
ইচ্ছে না থাকলেও বেড়ানো অসম্পূর্ণ রেখেই দিঘা থেকে ফিরতে হয়েছিল অনেককে৷ শেষ পর্যন্ত দানার ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে বাঙালির প্রিয় সৈকত শহর৷
ইচ্ছে না থাকলেও বেড়ানো অসম্পূর্ণ রেখেই দিঘা থেকে ফিরতে হয়েছিল অনেককে৷ শেষ পর্যন্ত দানার ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে বাঙালির প্রিয় সৈকত শহর৷
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, আগামিকাল, শনিবার ২৬ অক্টোবর থেকেই ফের দিঘার হোটেলগুলিতে থাকতে পারবেন পর্যটকরা৷
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, আগামিকাল, শনিবার ২৬ অক্টোবর থেকেই ফের দিঘার হোটেলগুলিতে থাকতে পারবেন পর্যটকরা৷
মন্দারমণি, তাজপুরের মতো জেলার অন্যান্য পর্যটনকেন্দ্র গুলির হোটেলগুলিও আগামিকাল থেকেই বুকিং নিতে পারবে৷
মন্দারমণি, তাজপুরের মতো জেলার অন্যান্য পর্যটনকেন্দ্র গুলির হোটেলগুলিও আগামিকাল থেকেই বুকিং নিতে পারবে৷
ঘূর্ণিঝড় দানার দাপটে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল পূর্ব মেদিনীপুর জেলায়৷ যদিও ঘূর্ণিঝড়ে প্রত্যাশিত ভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠলেও দিঘায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷
ঘূর্ণিঝড় দানার দাপটে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল পূর্ব মেদিনীপুর জেলায়৷ যদিও ঘূর্ণিঝড়ে প্রত্যাশিত ভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠলেও দিঘায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও উত্তালই রয়েছে দিঘার সমুদ্র৷ ফলে দিঘায় গেলেও পর্যটকরা শনিবার থেকেই সমুদ্রে নামতে পারবেন কি না, তা বলা যাচ্ছে না৷
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও উত্তালই রয়েছে দিঘার সমুদ্র৷ ফলে দিঘায় গেলেও পর্যটকরা শনিবার থেকেই সমুদ্রে নামতে পারবেন কি না, তা বলা যাচ্ছে না৷