দক্ষিণবঙ্গ Digha hotel booking: কেটে গেল দানার ফাঁড়া, দিঘায় আবার কবে থেকে হোটেল বুকিং শুরু? এল বড় আপডেট Gallery October 25, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড় দানার তাণ্ডবের আশঙ্কায় পর্যটকদের দিঘা ছেড়ে চলে আসার নির্দেশ দিয়েছিল প্রশাসন৷ গত দু তিন দিন হোটেলগুলিতেও নতুন করে বুকিং নেওয়া বন্ধ ছিল৷ এমন কি, আগে থেকে বুকিং থাকলেও তা বাতিল করা হয়৷ ইচ্ছে না থাকলেও বেড়ানো অসম্পূর্ণ রেখেই দিঘা থেকে ফিরতে হয়েছিল অনেককে৷ শেষ পর্যন্ত দানার ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে বাঙালির প্রিয় সৈকত শহর৷ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, আগামিকাল, শনিবার ২৬ অক্টোবর থেকেই ফের দিঘার হোটেলগুলিতে থাকতে পারবেন পর্যটকরা৷ মন্দারমণি, তাজপুরের মতো জেলার অন্যান্য পর্যটনকেন্দ্র গুলির হোটেলগুলিও আগামিকাল থেকেই বুকিং নিতে পারবে৷ ঘূর্ণিঝড় দানার দাপটে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল পূর্ব মেদিনীপুর জেলায়৷ যদিও ঘূর্ণিঝড়ে প্রত্যাশিত ভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠলেও দিঘায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও উত্তালই রয়েছে দিঘার সমুদ্র৷ ফলে দিঘায় গেলেও পর্যটকরা শনিবার থেকেই সমুদ্রে নামতে পারবেন কি না, তা বলা যাচ্ছে না৷