গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে সকলের নয়নের মণি হয়ে উঠেছিলেন শ্রেয়স আইয়ার। এবার সেই শ্রেয়সই একপ্রকার হয়ে উঠেছে কেকেআরের সবথেকে বড় সমস্যা।

KKR News: বড় ধাক্কা কেকেআরে! খোঁজ করতে হবে নতুন অধিনায়ক! কোথায় যাচ্ছেন শ্রেয়স? জানুন বিশদে

আইপিএল ২০২৫ রিটেনশন ও মেগা নিলামের আগে যে দলগুলিকে নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তাদের মধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স।  কারণ শুধু প্লেয়ার নয়, অধিনায়ক পরিবর্তন হতে পারে নাইটদের।
আইপিএল ২০২৫ রিটেনশন ও মেগা নিলামের আগে যে দলগুলিকে নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তাদের মধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স। কারণ শুধু প্লেয়ার নয়, অধিনায়ক পরিবর্তন হতে পারে নাইটদের।
গতবার আইপিএলের কেটেছিল কেকেআরের ১০ বছরের ট্রফির খরা। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। কিন্তু সেই চ্যাম্পিয়ন অধিনায়ককেই কি এবার ছেড়ে দেবে কেকেআর?
গতবার আইপিএলের কেটেছিল কেকেআরের ১০ বছরের ট্রফির খরা। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। কিন্তু সেই চ্যাম্পিয়ন অধিনায়ককেই কি এবার ছেড়ে দেবে কেকেআর?
কারণ রিটেনশন তালিকায় প্রথম স্লট হিসেবে কেকেআর রিটেন করতে পারে ক্যারিবিয়ান বিগ হিটার আন্দ্রে রাসেলকে। শ্রেয়স লিস্টে থাকলেও তা প্রথম পছন্দ নয়। ফলে মন মত দাম না পেলে নিজেকে নিলামের টেবিলে ভাগ্য পরীক্ষায় নামতে পারেন শ্রেয়স।
কারণ রিটেনশন তালিকায় প্রথম স্লট হিসেবে কেকেআর রিটেন করতে পারে ক্যারিবিয়ান বিগ হিটার আন্দ্রে রাসেলকে। শ্রেয়স লিস্টে থাকলেও তা প্রথম পছন্দ নয়। ফলে মন মত দাম না পেলে নিজেকে নিলামের টেবিলে ভাগ্য পরীক্ষায় নামতে পারেন শ্রেয়স।
সূত্রের খবর, আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়সকে দলে নিতে নাকি ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস এবং আরসিবি। কারণ দুটি দলই নতুন মরশুমে নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। শ্রেয়সের থেকে ভাল বিকল্প হতে পারে না। ফলে শ্রেয়সের জন্য তারা বড় দর হাঁকতেও রাজি।
সূত্রের খবর, আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়সকে দলে নিতে নাকি ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস এবং আরসিবি। কারণ দুটি দলই নতুন মরশুমে নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। শ্রেয়সের থেকে ভাল বিকল্প হতে পারে না। ফলে শ্রেয়সের জন্য তারা বড় দর হাঁকতেও রাজি।
শ্রেয়সেরও নাকি কলকাতাকে বিদায় জানিয়ে অন্য কোনও দলের জার্সি গায়ে চাপাতে তেমন আপত্তি নেই। অর্থাৎ ২০২৫ সালের আইপিএলে যে কেকেআরকে নতুন কোনও অধিনায়কের নেতৃত্বে খেলতে দেখলেও খুব একটা অবাক হওয়ার থাকবে না।
শ্রেয়সেরও নাকি কলকাতাকে বিদায় জানিয়ে অন্য কোনও দলের জার্সি গায়ে চাপাতে তেমন আপত্তি নেই। অর্থাৎ ২০২৫ সালের আইপিএলে যে কেকেআরকে নতুন কোনও অধিনায়কের নেতৃত্বে খেলতে দেখলেও খুব একটা অবাক হওয়ার থাকবে না।
প্রসঙ্গত, ৩১ অক্টোবর আইপিএলের ১০টি দলের তাদের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। সরকারিভাবে কিছু ঘোষণা না করলেও, শেষ পর্যন্ত কেকেআর কোন সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, ৩১ অক্টোবর আইপিএলের ১০টি দলের তাদের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। সরকারিভাবে কিছু ঘোষণা না করলেও, শেষ পর্যন্ত কেকেআর কোন সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।