টং ঘর

Alipurduar News: হাতির তাণ্ডবে নাজেহাল! নজরদারি রাখতে ওয়াচ টাওয়ার! চলছে রাত-পাহারা

আলিপুরদুয়ার: হাতির তাণ্ডব বেড়ে চলেছে চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায়। ফসল রক্ষার্থে বাড়ছে টং ঘরের সংখ্যা। যার ফলে অতিষ্ট সাধারণ মানুষ। আন্দু বস্তিতে দেখা যায় এই ছবি।

বিশেষ করে কৃষকদের রাতের ঘুম উড়ে গিয়েছে। ধান কাটার সময় রোজ রাতে আসছে হাতির দল। কৃষকদের কাছ থেকে জানা গিয়েছে, গভীর রাতে হাতি এসে ধান খেয়ে চলে যাচ্ছে। নষ্ট হচ্ছে জমির ফসল। চিন্তিত এই এলাকার কৃষকরা। যদিও হাতির গতিবিধি দেখতে জঙ্গলের পাশে টংঘর বেঁধেছেন গ্রামবাসীরা। রাত হলেই পালা করে দু’জন বাসিন্দা চলে যান ওই টং ঘরে। সেখান থেকেই চলে জমি পাহারা দেওয়ার কাজ। জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা জঙ্গলের পাশে আন্দু বস্তিতে এই ছবি দেখা যায় প্রতিদিন।

জঙ্গল থেকে হাতি বেড়িয়ে বিঘার পর বিঘা কৃষিজমি ফসল ধানক্ষেত নষ্ট করছে। কিন্তু রক্ষা করতে পারছেন না কৃষকরা। বন দফতরে এই বিষয়ে অভিযোগ জানাতে পারছেন না তাঁরা। কারণ বনদফতর থেকে রাতে টহল দেওয়া হয়। এডিএফও নবজ্যোতি দে জানিয়েছেন, “জঙ্গল সংলগ্ন এলাকায় কৃষিজমি। কখন হাতি চলে আসে বোঝা যায় না। বনকর্মীরা তাও তো টহল দিচ্ছেন। হাতির গতিবিধির ওপর নজর রাখছি আমরা।”

অনন্যা দে