ইতিমধ্যেই দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, বইছে দমকা ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। নদী ও সমুদ্র বাঁধ নিয়ে তৎপরতা লক্ষ্য করা গেল প্রশাসনের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র ও নদী বাঁধ মিলিয়ে এই মুহূর্তে চারটি জায়গা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে। রামনগর এক ব্লকের একটি সমুদ্র বাঁধ। নন্দীগ্রামের একটি নদী বাঁধ। সুতাহাটায় হুগলি নদীর বাঁধ। এবং মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া এলাকায় রূপনারানের বাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে।

Digha: দানার প্রভাব কাটতেই কী অবস্থা দিঘায়? দেখুন ভিডিও

ঘূর্ণিঝড় দানার প্রভাব কাটতেই ফের চেনা ছন্দে ফিরছে দিঘা৷ আজ থেকেই ফের দিঘার হোটেলগুলিতে বুকিং নেওয়া শুরু হয়েছে৷ সমুদ্র সৈকতে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন পর্যটকরাও৷ সমুদ্র শান্ত হওয়ায় জলেও নামতে দেওয়া হচ্ছে পর্যটকদের৷ ঘূর্ণিঝড় দানার তাণ্ডবের আশঙ্কায় পর্যটকদের দিঘা ছেড়ে চলে আসার নির্দেশ দিয়েছিল প্রশাসন৷ গত দু তিন দিন হোটেলগুলিতেও নতুন করে বুকিং নেওয়া বন্ধ ছিল৷ এমন কি, আগে থেকে বুকিং থাকলেও তা বাতিল করা হয়৷ ইচ্ছে না থাকলেও বেড়ানো অসম্পূর্ণ রেখেই দিঘা থেকে ফিরতে হয়েছিল অনেককে৷ শেষ পর্যন্ত দানার ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে বাঙালির প্রিয় সৈকত শহর৷