প্রযুক্তি Network Speed: ফোনে মাঝে-মধ্যেই নেটওয়ার্ক চলে যাচ্ছে? ইন্টারনেট স্পিড বাড়বেন কী ভাবে? Gallery October 27, 2024 Bangla Digital Desk মাঝে-মাঝেই দেখবেন ফোনে নেটওয়ার্ক চলে গেল৷ দেখবেন বাকি সকলের ইন্টারনেটও বেশ চলছে৷ কিন্তু হঠাৎ করে আপনারই ফোনেই ইন্টারনেট চলছে না৷ বেশ রাগ হচ্ছে নেটওয়ার্ক কোম্পানির উপর৷ কিন্তু অনেক সময় আপনার ফোনের কারণেই ইন্টারনেট ডাউন হয়ে যায়৷ দেখে নিন কীভাবে নেটওয়ার্কের স্পিড বাড়ানো যায়৷ প্রথমেই গুগল স্টোর থেকে নেটওয়ার্ক বুস্ট অ্যাপ ডাউনলোড করে নিন৷ ফোনে এমন অনেক অ্যাপ রয়েছে, সেগুলো কোনও কাজেই লাগে না৷ সেইগুলো ফোন থেকে মুছে ফেলুন৷ যতটা পারবেন ফোনের মেমোরি হালকা করবেন৷ মাঝে মাঝেই ফোনের হিস্ট্রি মুছে ফেলুন৷ ফোনে কোনও আপডেট আছে কিনা খেয়াল করুন৷ অনেক সময়ে আমাদের অলক্ষ্যে কোনও অ্যাপ চলে৷ এই রকম কোনও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে কিনা খেয়াল করুন৷