কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah: ২০২৬-এ বিজেপি সরকার! ১ কোটি সদস্য তৈরির টার্গেট! বাংলা সফরে বিরাট হুঙ্কার শাহের

কলকাতা: শহরে এসে ২০২৬ এ বিজেপি সরকার গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাস্থ্যে দুর্নীতি থেকে, সিন্ডিকেট গুন্ডাবাজি নিয়ে সরব হয়ে সন্দেশখালি থেকে আরজিকর নিয়ে সোচ্চার শাহের দাবি, ২০২৬-এ বিজেপি সরকার গড়লেই এই সকল থেকে মুক্তি সম্ভব। অমিত শাহের মন্তব্য, “রাষ্ট্র মদতে রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে। এটা আটকানোর একটাই উপায় রাজ্যে বিজেপি সরকার।”

অমিত শাহ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে বলেন, “আজ বলে যাচ্ছি এই রাজ্যে বিজেপি কার্যকর্তাদের মৃত্যু বিফল যাবে না ৷ মোদিজির প্রধানমন্ত্রীত্বেই রাজ্যে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ২০২৬ সালে সরকারে আসবে বিজেপি। স্বাস্থ্যে দুর্নীতি, সিণ্ডিকেটে গুণ্ডাবাজি, সন্দেশখালি বা আরজি কর, এগুলো বন্ধ করার উপায় ২৬ সালে বিজেপি সরকার।

তাঁর আরও দাবি, “নতুন সদস্যদের নিয়ে নতুন উদ্যমে বিজেপি কাজ করবে রাজ্যে। সরকারেও আসবে।” একইসঙ্গে শাহী হুঙ্কার, “আমি বলে যাচ্ছি, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপিই সরকারে আসবে। ইন্ডিয়া জোটের নেতৃত্বকে বলতে এসেছি ৬০ বছর পর দেশে কোনও সরকার পরপর তিনবার আসেনি। মোদিজি এসেছেন। পরপর তিনবারের ভোটে রাহুল বাবাজীর দলের সদস্য সংখ্যা ২৪৫ পেরোয়নি। বিজেপির এখন লক্ষ্য ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার তৈরি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রই নিশানা করে অমিত শাহ বলেন, “মমতা দিদিকে প্রশ্ন করছি, ১০ বছর ইউপিএ জোটে কত টাকা পেয়েছিলেন? ২০০৪-২০১৪ পর্যন্ত কত টাকা পান? আর ২.৬০ লক্ষ কোটি টাকা মোদিজির ১০ বছর আপনাকে দিয়েছে। পাই-পাই হিসেব আছে, যুব মোর্চার ভাইয়েরা আপনাদের দিয়ে আসবে। বাংলাকে ধ্রুপদী ভাষার সম্মান দিয়েছি অথচ মোদিজিকে সৌজন্যটুকুও দেখাননি। এর জবাব ২০২৬ সালে মানুষ আপনাকে দেবে। ২০২৬ সালে পরিবর্তন করে দিন সরকার। আপনার দলের কী হবে ভেবে নিন। তৃণমূলের সরকারের অনেক দিন চলেছে। এবার তাদের শেষের সময় এসে গিয়েছে।”