পুণে: ঘরের মাঠে ১৩ বছর পর টেস্ট সিরিজে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পরই ভারতীয় দলের তারকা ব্যাটারদের খারাপ পারফরম্যান্স নিয়ে চলছে কাটাচেরা। রানের মধ্যে নেই বিরাট কোহলিও। পুণেতে এবার ভাইরাল হল বিরাট কোহলির একটি ভিডিও। যা দেখে অবাক সকলেই।
মাঠে বিরাট কোহলির আগ্রাসন প্রায়শই দেখা যায়। মাঠের বাইরে কিন্তু তা খু ব একটা দেখা যায় না। পুণেতে দ্বিতীয় ইনিংসে দলের বিপদের মুহূর্তে আউট হন কোহলি। মিচেল স্যান্টনারের বলে এলবিডব্লুউ আউট হন তিনি। তারপর সাজঘরে ফেরার সময় বিরাট কোহলিকে দেখা য়ায় সিঁড়ির মুখের সামনে রাখা ২টি প্লাস্টিকের জলের পেটিতে সজোরে ব্যাট দিয়ে আঘাত করেন।
আসলে স্যান্টনারের বলে আউট হওয়ার পরই রিভিউ নেন বিরাট কোহলি। সেখানে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, বল সামান্যই লাগছিল স্টাম্পে। যার কারণে আম্পায়ার্স কলে আউট হন বিরাট কোহলি। আম্পায়ারের সিদ্ধান্ত যদি নটআউট হত তাহলে তিনি আউট হতেন না। আসলে নিজের উপর নয়, আম্পায়ার্স কলের উপর রাগ দেখিয়েই জলের পেটিতে ব্যাট দিয়ে মারেন কোহলি।
Virat Kohli angry with umpire, breaks water cooler with bat. pic.twitter.com/RZrkvmYCko
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) October 26, 2024
আরও পড়ুনঃ KKR News: কে হচ্ছেন কেকেআরের নতুন অধিনায়ক? রেকর্ড দামে আসছেন মহাতারকা! নাম জানলে চমকে যাবেন
প্রসঙ্গত, বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে কোহলি শূন্য রানে আউট হন। যদিও দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন তিনি। পুণে টেস্টের প্রথম ইনিংসে বিরাট মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হন ১৭ রান করে। নিজের পারফরম্যান্স নিয়েও হতাশ বিরাট কোহলি।