বীরভূম, লাইফস্টাইল Health Tips: লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই Gallery October 27, 2024 Bangla Digital Desk ত্বকে ব্রণ, গায়ে হচ্ছে ফোঁড়া, হাতে-পায়ে যন্ত্রণা। এমন একাধিক রোগকে দূরে পারে একটি মাত্র পাতা। শুনে আশ্চর্য মনে হলেও একটি চেনা পাতার সত্যিই এমন অসাধারণ গুণ রয়েছে, যা শুনলে বিশ্বাস করাই শক্ত। এইসবের কারণেই সাধারণ মানুষ সমস্যা থেকে রেহাই পেতে ছুটে যান ডাক্তারের কাছে। তবে বিশিষ্ট ডাক্তার সন্দীপ মাহারা জানালেন একটি সবজির পাতাই হয়ে উঠতে পারে বহু রোগের মারনাস্ত্র। এই সবজি প্রচুর মানুষের প্রিয়। সবজিও একাধিক গুণের আধার। এই সবজি হল পটল। পটলের উপকারিতার কথা বেশিরভাগ সকলেরই জানা। তবে পটল পাতার গুণের কথা জানলে অবাক হবেন। ত্বকের সমস্যায় ভুগছেন প্রচুর মানুষ। গায়ে ঘন ঘন ফোঁড়া বের হচ্ছে। সৌন্দর্যে বাধ সাধছে ব্রণ, অ্যাকনে। ত্বকের সমস্যায় ভুক্তভোগীদের জন্য সেরা হয়ে উঠতে পারে পটল পাতা। চিকিত্সক সন্দীপ মাহারা হাতে পায়ে মাথায় যন্ত্রণা, গা বমি বমি ভাব অথবা বমি করার ইচ্ছে এই ক্ষেত্রে পটলা পাতা এক কাপ চলে গরম করে মধু মিশিয়ে খেলে সমস্যার সমাধান মিলবে। তেতো এই পাতার সঙ্গে চিরতা (কবিরাজি দোকানে পাওয়া যায়) মিশিয়ে ঘন ঝোল তৈরি করে সব রকম জ্বরে খাওয়া যেতে পারে।জ্বরের সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে এটি খেলে বেশি উপকার হবে। যাদের মুখে দুর্গন্ধ থাকে তারা যদি প্রত্যেকদিন সকালবেলায় এই পটলা পাতা চিবিয়ে সেই রস খেয়ে তারপর ভালভাবে ব্রাশ করে মুখে দু’ফোঁটা মধু নেন তাহলে এক সপ্তাহের মধ্যেই সেই গন্ধ গায়েব হয়ে যাবে। সামনেই বিয়ের মরশুম আর এই বিয়ের মরশুমের আগেই মুখে ব্রণের সমস্যায় ভুগছেন। এই পাতার ব্যবহারে এক সপ্তাহের মধ্যে মিলবে সমাধান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)